Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word লস্কর Bengali definition ⇒ লশকর
  • Bengali Word গদাই লশকরি, গদাই লস্করি Bengali definition [গদাই লশ্‌কোরি] (বিশেষণ) গাধাবোটের ন্যায় অতি মন্থর গতি; কুঁড়ে; অলস; টিমে (কলকাতা থেকেও এই গদাই লস্করী চাল সম্পূর্ণ লোপ পায়নি-সৈয়দ মুজতবা আলী; বাংলা সাহিত্যে সাধারণ লেখকের গদ্য গদাই লস্করিভাবে চলে -প্রথম চৌধুরী)। {গদাই+লশকর+ই}
  • Bengali Word লশকর, লস্কর, নস্কর Bengali definition [লশ্‌কর, লস্‌কর, নস্‌কর] (বিশেষ্য) ১ সৈন্য (নীল পোশাক-পরা একটা লস্কর রেলিং ধরিয়া ঝুঁকিয়া পড়িয়া জলের মধ্যে কি দেখিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ফৌজ; সৈন্যদল (বাদশাহী লস্কর)। ৩ নৌসেনা। ৪ জাহাজের খালাসি। ৫ জাতীয় বা বংশগত উপাধি (লশকর বাড়ি)। লশকরি, লস্করি, গদাই লশকরী চাল (বিশেষণ) অতি মন্থর গদি (সাঁতার ভুলে মেঘ চলে আজ লস্করী চালে-সত্যেন্দ্রনাথ দত্ত; গদাই লশকরি চাল এখানে চলবে না)। {(ফারসি) লশকর}
Closing this window will clear all results and return you back to the search section