Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word রৌশন Bengali definition [রোউশন্‌] (বিশেষ্য) আলো; রোশনাই (রৌশন রাঙা করেছে কে যেন জ্বালায়ে চাঁদের বাতি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) রৱশন্‌}
  • Bengali Word রৌশনি, রৌশনী Bengali definition ⇒ রওশন
  • Bengali Word রওশন, রোশন, রোশনাই, রৌশনি, রৌশনী, রোশনি Bengali definition [রওশন্‌, রোশন্‌, রোশ্‌নাই, রোউশোনি, রোউশোনি, রোশ্‌নি] (বিশেষণ) উজ্জ্বল; আলোকিত; পরিষ্কার। □ (বিশেষ্য) ঔজ্জ্বল্য; আলোক; আলোকসজ্জা (মধুর আকাশ রোশনিতে ভরি এবার কোথায় জাগবে রবি-ফররুখ আহমদ; তোমার মর্তের ওই অমর্তরোশনাই-হাসান হাফিজুর রহমান; তোমার রূপের রৌশনীতে চন্দ্র হল স্নিগ্ধকিরণ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) রৱশন}
Closing this window will clear all results and return you back to the search section