Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word রোজা ২, রোঝা ২ Bengali definition [রোজা, রোঝা] (বিশেষ্য) ওঝা; যারা সাপের বিষ নামাবার বা ভূত-প্রেত ছাড়াবার মন্ত্র জানে। {(তৎসম বা সংস্কৃত) উপাধ্যায়>ওঝা>}
  • Bengali Word রোজানা Bengali definition [রোজানা] (বিশেষ্য) দৈনিক বরাদ্দ বা মাহিনা; পারিশ্রমিক (অবশ্য সেইজন্য রোজানা দিতে হইবে-গোপাল হালদার)। {(ফারসি) রোজানা}
  • Bengali Word দরজা, দরওয়াজা, দরোজা Bengali definition [দর্‌জা, দর্‌ওয়াজা, দরোজা] (বিশেষ্য) দুয়ার; দ্বার; কবাট (হানিবে আঘাত তোর স্বপ্নের শিশমহলের দরওয়াজায়-কাজী নজরুল ইসলাম; পর্দা ছেড়ে দরজা ধাক্কায়-বুদ্ধদেব বসু)। {(ফারসি) দর্‌রজাহ}
  • Bengali Word দরোজা Bengali definition ⇒ দরজা
  • Bengali Word নওরোজ, নওরোজা Bengali definition [নওরাজ্‌, নওরোজা] (বিশেষ্য) ১ নতুন দিন। ২ পারসিক মতে নুতন বৎসরের প্রথম দিন। ৩ উৎসববিশেষ (কহিল সহেলি, আজ যে গানের নওরোজা-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) নররোজ}
  • Bengali Word ফিরোজা, ফিরোজ, ফিরোজী Bengali definition [ফিরোজা, ফিরোজ্‌, ফিরোজি](বিশেষণ) ১ নীলাভ (অপলক চোখে চাহি আকাশের ফিরোজা পর্দা-পানে-কাজী নজরুল ইসলাম; ফিরোজ রঙের চুড়ি পরিলে,,, মানাইবে-রবীন্দ্রনাথ ঠাকুর; রঙীন ফিরোজী পেশোয়াজ তুমি-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) এক প্রকার নীলাভ মণি। {(ফারসি) ফিরোজাহ্‌}
Closing this window will clear all results and return you back to the search section