Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word রূহ Bengali definition ⇒ রুহু
  • Bengali Word রূহানী Bengali definition ⇒ রুহানি
  • Bengali Word রুহু, রূহ Bengali definition [রুহু, রুহ্‌] (বিশেষণ) আত্মা; অন্তরআত্মা; অন্তর। {(আরবি) রূহ}
  • Bengali Word দুরূহ Bengali definition [দুরুহো] (বিশেষণ) ১ সুকঠিন; অত্যন্ত কষ্টে সাধন করা যায় এমন; কষ্টসাধ্য (দুরূহ কর্তব্য ভার)। ২ দুর্বোধ্য (তাহাতে একটি দুরূহ শব্দ ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ তর্কে মীমাংসা হওয়া কঠিন এমন। ৪ দুর্জ্ঞেয়। দুরূহতা (বিশেষ্য) দুর্বোধ্যতা; কাঠিন্য (তাহার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দুর্‌+√ঊহ্‌+অ(খল্‌)}
  • Bengali Word শিরোরূহ Bengali definition [শিরোরুহো] (বিশেষ্য) মাথার চুল বা কেশ (স্বেদলিপ্ত শিরোরুহমূলে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) শিরঃ+রুহ}
  • Bengali Word রুহানি, রূহানী Bengali definition [রুহানি] (বিশেষণ) অন্তর থেকে উৎপন্ন; আত্মাজাত; আত্মিক; আধ্যাত্মিক (সে শক্তি তাঁর রুহানী শক্তি-গোলাম মোস্তফা)। {(আরবি) রূহানী}
Closing this window will clear all results and return you back to the search section