Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মোগল, মুঘল Bengali definition [মোগোল্‌, মুঘোল্‌] (বিশেষ্য) ১ মঙ্গোলিয়া নামক দেশের অধিবাসী। ২ পাকভারতীয় মুসলমানদের শ্রেণিবিশেষ। মোগলাই (বিশেষণ) ১ মোগলের মধ্যে প্রচলিত (এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাবৎ মাংসখেকোদের ভিতর ছড়িয়ে পড়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ মোগলসুলভ। ৩ মোগল সম্পর্কিত। মোগলাই খানা (বিশেষ্য) মোগলদের খাদ্য (রীতিমত মোগলাই খানা হুকুম করিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) মুগল}
  • Bengali Word মুঘল, মোগল Bengali definition [মুঘল্‌, মোগল্‌] (বিশেষ্য) ১ মঙ্গোলিয়া নামক দেশের অধিবাসী। ২ উপমহাদেশীয় মুসলমানদের শ্রেণিবিশেষ (শেখ, সৈয়দ, মোগল, পাঠান)। মোগলাই, মুঘলাই (বিশেষণ) ১ মুঘল বা মোগলদের মধ্যে প্রচলিত। ২ মোগলসুলভ। ৩ মোগল সম্পর্কিত। মোগলাই/মুঘলাই খানা (বিশেষ্য) মোগলদের খাদ্য। {ফারসি মোগল্‌}
Closing this window will clear all results and return you back to the search section