- Bengali Word মাহ ১, মাহা ১ Bengali definition [মাহো, মাহা] (বিশেষ্য) মাস; বছরের বারো ভাগের এক ভাগ (এ ভরা বাদর, মাহ ভাদর-বিদ্যাপতি)। {(ফারসি) মাহ্; (তৎসম বা সংস্কৃত) মাস}
- Bengali Word মাহ ২, মাহা ২ Bengali definition [মাহো, মাহা] (ব্রজবুলি) (অব্যয়) মাঝে; ভিতরে (হৃদয়মাহ মঝু জাগসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মধ্য>মজ্ঝ>মাহ}
- Bengali Word মাহগির Bengali definition [মাহ্গির্] (বিশেষ্য) ধীবর; জেলে (মাহগির বুঝি দজলার বুকে ফেলে জ্যোৎস্নার জাল-ফকির গরীবুল্লাহ)। {(ফারসি) মাহীগীর}
- Bengali Word মাহতাব, মাহাতাব Bengali definition [মাহ্তার্ মাহাতাব্] (বিশেষ্য) চাঁদ (আফতাব ঘোরে মাথার উপরে মাহতাব ফেলে দাগ-ফররুখ আহমদ)। {ফারসি মহ্তাব}
- Bengali Word মাহবরা Bengali definition [মাহ্বরা] (বিশেষ্য) অভ্যাস। {ফারসি মুহাররাহ}
- Bengali Word মাহয়ারি Bengali definition [মাহ্আরি] (বিশেষণ) মাসিক; প্রতি মাসের। {ফারসি মাহরারি}
- Bengali Word মাহালী Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [মাহালি] (বিশেষ্য) মল্লিকা। {মধ্যযুগীয় বাংলা মাহালী}
- Bengali Word মাহা Bengali definition ⇒ মাহ১ ও মাহ২
- Bengali Word মাহাজনিক Bengali definition [মাহাজোনিক্] (বিশেষণ) ১ মহাজনোচিত। ২ মহাজন সম্পর্কিত। ৩ বাণিজ্য সম্বন্ধীয়। মহাজনিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহাজন+ইক(ঠক্)}
- Bengali Word মাহাতাব Bengali definition ⇒ মাহতাব
- Bengali Word মাহাত্ম্য Bengali definition [মাহাত্তোঁ] (বিশেষ্য) ১ মহত্ত্ব; মহানুভবতা। ২ মহিমা; গৌরব। ৩ মহীয়সী কীর্তি। {(তৎসম বা সংস্কৃত) মহাত্মন্+য(ষ্যঞ্)}
- Bengali Word মাহাদন, মাহাদাণে Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [মাহাদান্, মাহাদানে] (বিশেষ্য) শুল্ক (মোকে মাঁগে মহাদাণে-বঙ্কিমচন্দ্র চট্টেপাধ্যায়)। মাহাদানী (বিশেষণ) প্রধান শুল্ক আদায়কারী (তোএঁ ন জানসি মোএঁ মাহাদানী-বঙ্কিমচন্দ্র চট্টেপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) মহাদান>}
- Bengali Word মাহাফা, মাহাপ Bengali definition [মাহাফা, মহাপ্] (বিশেষ্য) ডুলি (নায়রী আইল মাহাফায় চড়ি-পূর্ববঙ্গ গীতিকা.)। {(আরবি) মুহাফাহ}
- Bengali Word মাহিনা, মাইনে, মায়না, মাহিয়ানা Bengali definition [মাহিনা, মাইনে, মায়্না, মাহিয়ানা] (বিশেষ্য) মাসে দেয় বেতন; পারিশ্রমিক (আট টাকা মাহিয়ানা হইয়াছে-বিদ্যাপতি)। {ফারসি মাহ্আন্হ্ মাহানহ্}
- Bengali Word মাহিষ Bengali definition [মাহিশ্] (বিশেষণ) ১ মহিষ সম্বন্ধীয়। ২ মহিষদুগ্ধজাত; ভয়সা। ৩ মহিষী সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) মহিষ+অ(অণ্)}
- Bengali Word মাহিষ্য Bengali definition [মাহিশ্শো] (বিশেষ্য) ১ হিন্দুদের একটি শ্রেণি। □ (বিশেষণ) মহিষ বা মহিষী সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) মহিষ+য(ষ্যঞ্।)}
- Bengali Word মাহুত Bengali definition [মাহুত্] (বিশেষ্য) হাতি চালায় যে; হস্তিচালক (ঐরাবতেরে চালায় মাহুত শুধু বুদ্ধির ছলে-কাজী নজরুল ইসলাম)। মাহুতি, মাহুতী (বিশেষ্য) গজারোহী সৈন্য (তার সৈন্য ধায় অশ্ব ঢালি মাহুত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) মহামাত্র>+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word মাহুর, মাহুর Bengali definition [মাহুর্] (বিশেষ্য) বিষধর সাপ (গরল মাহুর দুয়া আনি দেহ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(হিন্দি) মাহুর}
- Bengali Word মাহেন্দ্র Bengali definition [মাহেন্দ্রো] (বিশেষণ) মহেন্দ্র সম্বন্ধীয়; দেবরাজ ইন্দ্র সম্পর্কিত। মাহেন্দ্রক্ষণ (বিশেষ্য) (জ্যোবি) শুভযোগ (মাহেন্দ্রক্ষণে যাত্রারম্ভ)। {(তৎসম বা সংস্কৃত) মহেন্দ্র+অ(অণ্)}
- Bengali Word মাহে রমজান Bengali definition [মাহে রম্জান্] (বিশেষ্য) রোজার মাস (মাহে রমজান এসেছে যখন, আসিবে শবে কদর-কাজী নজরুল ইসলাম)। {ফারসি মাহে+(আরবি) রমদান}
- Bengali Word মাহেশ Bengali definition [মাহেশ্] (বিশেষ্য) শিবোপাসক; শিব সম্বন্ধীয়। মাহেশী (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য) মহেশ্বরী; দুর্গা দেবী। {(তৎসম বা সংস্কৃত) মহেশ+অ(অণ্)}
- Bengali Word আত্মাহুতি Bengali definition [আত্তাঁহুতি] (বিশেষ্য) জান কোরবানি; আত্মবিসর্জন (এ জন্য কত নেতাকে অসময়ে আত্মাহুতি পর্যন্ত দিতে হয়েছে-আবদুল কাদির)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+আহুতি; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word ইমাম মেহদী, ইমাম মাহদী Bengali definition [ইমাম্মেহদি, ইমাম্মাহ্দি] (বিশেষ্য) শিয়াদের শেষ-ইমাম-ইসলামের সংস্কারের জন্য তিনি পুনরায় পৃথিবীতে আগমন করবেন এমন ধারণা করা হয়। {(আরবি) ইমাম মেহদী }
- Bengali Word দরমাহা, দরমা Bengali definition [দর্মাহা, দর্মা] (বিশেষ্য) নিয়মিত কাজের বিনিময়ে যে অর্থ উপার্জিত হয়; মাসিক বেতন; মাহিনা (তিনি অনুমতি দিলেই আপনার দরমাহা .... চুকাইয়া দেওয়া হইবে-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) দরমহ্}
- Bengali Word দরমাহাদার Bengali definition [দর্মাহাদার্] (বিশেষণ) মাসিক বেতন ভোগ করেন এমন। {(ফারসি) দরমহ্+দার}
Closing this window will clear all results and return you back to the search section