Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মস্ত ১ Bengali definition [মস্‌তো] (বিশেষণ) ১ উচ্চ; প্রকাণ্ড; মহৎ; বিরাট (মস্ত গাছ, মস্ত বাড়ি, মস্ত লোক)। ২ বিস্তৃত; বিশাল (মস্ত নদী)। ৩ মূল্যবান (মস্ত কথা)। □ (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত; অতিশয় (খুব মস্ত বড়)। □ (বিশেষ্য) মস্তক (ছিন্নমস্তা, মস্তে ধরা)। {(তৎসম বা সংস্কৃত) √মস্‌+ত(ক্ত)}
  • Bengali Word মস্ত ২, মস্তা Bengali definition [মস্‌তো, মস্‌তা] (বিশেষণ) নেশাগ্রস্ত; মাতাল; মোহান্ধ; মত্ত। {(ফারসি) মস্‌ত}
  • Bengali Word মস্তক Bengali definition [মস্‌তক্‌] (বিশেষণ) ১ মাথা; মুণ্ড; শির; মুড়া। ২ অগ্রভাগ; চূড়া; আগা; ডগা। {(তৎসম বা সংস্কৃত) মস্ত+ক(কন্‌)}
  • Bengali Word মস্তান, মাস্তান Bengali definition [মস্‌তান্‌, মাস্‌তান্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ ঐশীপ্রেমে মত্ত; ভাবে উন্মত্ত; দেওয়ানা; বিবাগী; প্রেমপাগল (তার লেখা গজল পড়ে তামাম দেশ মস্তান হয়ে উঠল-মুফাখখারুল ইসলাম)। ২ নেশাগ্রস্তের ন্যায় হিতাহিত জ্ঞান বিবর্জিত ব্যক্তি; ছিনতাইকারী; চরিত্রহীন; ভীতিপ্রদর্শন দ্বারা উদ্দেশ্য ‍সিদ্ধকারী; মহিলাদের উত্ত্যক্তকারী; উপদ্রবকারী; মদ্যপ; গুণ্ডা; বদমাশ। মস্তানি, মাস্তানি (বিশেষ্য) ১ মস্তানের কাজ; ডাকাতি; হত্যা; জুলুম; ছিনতাই; ধর্ষণ; নারীনির্যাতন; উৎপীড়ন দ্বারা বিরক্তি উৎপাদন বা উত্ত্যক্ত করা প্রভৃতি অসামাজিক কার্য। ২ গুণ্ডাগিরি। ৩ দাদাগিরি; অবাঞ্ছিত মাতব্বরি। {(ফারসি) মস্ত+আন}
  • Bengali Word মস্তাহাব, মোস্তাহাব Bengali definition [মস্‌তাহাব্‌, মোস্‌তাহাব্‌] (বিশেষণ) পছন্দনীয়; উত্তম (প্রতি অঙ্গ ডাহিন হইতে সব ধোয়...তারে মোস্তহাব কয়-হেয়াত মাহমুদ)। {(আরবি) মস্তাহব্ব্‌}
  • Bengali Word মস্তিষ্ক Bengali definition [মোস্‌তিশ্‌কো] (বিশেষ্য) ১ মগজ; ঘিলু। ২ বুদ্ধি; ধীশক্তি। মস্তিষ্কহীন (বিশেষণ) বুদ্ধিহীন; নির্বোধ; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) মস্তিষ্ক}
  • Bengali Word এবমস্তু Bengali definition [এবমোস্‌তু] (অব্যয়) এ-ই বা এটাই হোক; এরূপই বা এমনি হোক; (‘এবমস্তু’ বলি অগ্নি এই বর দিল-কাসীরাম দাস)। {সংস্কৃত এবম্‌+অস্তু= এবমস্তু}
  • Bengali Word গমস্তা Bengali definition গোমস্তা
  • Bengali Word গোমস্তা, গমস্তা Bengali definition [গোমোস্‌তা] (বিশেষ্য) ১ তহসিলদার; যে কর্মচারী খাজনা আদায় করে; খাজনা আদায়কারী ব্যক্তি। ২ জমিদার বা মহাজনের পাওনার তাগিদদার বা আদায়কারী। ৩ প্রতিনিধি। {(ফারসি) গুমাশতাহ্‌ }
  • Bengali Word তমস্ত্রস্নু Bengali definition [তমোস্‌ত্রোশ্‌নু] (বিশেষণ) নিদ্রাচ্ছন্ন (মুদিব না অবসাদে তমস্ত্রস্নু আঁখি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তমঃ+ত্রস্নু}
  • Bengali Word সমস্ত Bengali definition [শমোস্‌তো] (বিশেষণ) ১ যাবতীয়; সকল (সমস্ত লোক)। ২ সম্পূর্ণ। ৩ একত্রীকৃত; সমাহৃত (সমস্ত শস্য)। ৪ (ব্যাকরণ) সমাসবদ্ধ (সমস্তপদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√অস্‌+ত(ক্ত)}
Closing this window will clear all results and return you back to the search section