Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মরদ Bengali definition [মরোদ্‌] (বিশেষ্য) ১ পুরুষ; ব্যাটা ছেলে; যে ব্যক্তির পুরুষোচিত গুণ আছে; শক্তিশালী ব্যক্তি; বীর পুরুষ (এমন জোয়ান মরদ-শামসুদ্দীন আবুল কালাম)। ২ যুবক। ৩ পতি; স্বামী। মরদকা/মরদকি বাত (বিশেষ্য) বীর পুরুষের কথা বা প্রতিজ্ঞা যার ব্যতিক্রম হয় না বা যা নিষ্ফল হয় না। মরদ-বাচ্চা, মরদের বাচ্চা (বিশেষ্য) বীরের যোগ্য পুত্র; সাহসী ও বীর্যবানের সাহসী পুত্র। মরদামি (বিশেষ্য) পুরুষের গুণ; পুরুষোচিত সাহস; পৌরুষ (সাবাস হিম্মত তেরা সাবাস মরদামি-সৈয়দ হামজা)। মরদান (বিশেষ্য) বীর পুরুষগণ (খোদায় রাহিল নাম সাহে মরদান ত্রিভুবনে বীর নাহি আলীর সমান-হেয়াত মাহমুদ)। মরদানা (বিশেষ্য) পুরুষমহল। (তুলনীয়) জানানা (বিশেষ্য) নারীমহল; অন্দরমহল। {(ফারসি) মরদ}
  • Bengali Word জমরুদ, জমরদ, জমররুদ, জুমাররত Bengali definition [জম্‌রুদ, জমরদ্‌, জমররুদ্‌, জুমার্‌রত্‌] (বিশেষ্য) মূল্যবান; সবুজ প্রস্তরবিশেষ; পান্না; emerald (য়্যাকুত জমরুদ মতি-হেয়াত মাহমুদ; পাতা সবুজ জমরদের-কাজী ইমদাদুল হক; জুমাররতের খাঞ্চা সাজায়ে রানীর পাঠালো ভেট-খানবাহাদুর আহছানউল্লাহ)। জমররুদি, জমরুদি (বিশেষণ) ১ জমরুদ পাথর সম্পর্কিত বা খচিত। ২ জমরুদ পাথরের রংবিশিষ্ট (জমরুদি জিব্রিলের-ফররুখ আহমদ)। {(আরবি) জমরুদ}
Closing this window will clear all results and return you back to the search section