Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বিলাত ১ Bengali definition [বিলাত্‌] (বিশেষ্য) অনাদায়; পাওনা আদায় না হওয়া। বিলাত বাকি (বিশেষ্য) যে অনাদায়ী টাকা আদায় করা যাবে না; bad debt। {(তৎসম বা সংস্কৃত) বিলয়>, (তুলনীয়) (হিন্দি) বিলট্‌না}
  • Bengali Word বিলাত ২, বিলেত Bengali definition [বিলাত্‌, বিলেত্‌] (বিশেষ্য) ১ ইংলন্ড। ২ ইউরোপ। বিলাত ফেরত, বিলাতফেরতা (বিশেষণ) ইংলন্ড বা ইউরোপ ঘুরে এসেছে এমন। বিলাতি, বিলিতি (বিশেষণ) ১ বিলাতে উৎপন্ন বা প্রচলিত (নানাবিধ বিলাতি জিনিস বিক্রীত হইত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বিদেশ থেকে আমদানিকৃত; বিদেশাগত। বিলাতি কুমড়া⇒কুমড়া। বিলতি-বেগুন (বিশেষ্য) টম্যাটো। বিলাতিয়ানা (বিশেষ্য) বিলাতি চাল-চলন ও হাবভাব। {(আরবি) বিলায়ৎ, ৱিলায়েত}
Closing this window will clear all results and return you back to the search section