Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বাতি ১ Bengali definition [বাতি] (বিশেষ্য) ১ দীপ; প্রদীপ; বর্তিকা (বাতিটা জ্বালিয়ে দাও)। ২ আলো; আলোক; আলোকবর্তিকা। ৩ সলতেযুক্ত মোম প্রভৃতি ক্ষুদ্র দণ্ড; candle। ৪ গাছের সরু দীর্ঘ ‍গুঁড়ি বা কাণ্ড। ৫ মোমবাতির মতো দীর্ঘ জিনিস। বাতি দান (বিশেষ্য) দীপাধার। বংশে বাতি দেওয়া (ক্রিয়া) হিন্দু সমাজে কার্তিক মাসে পিতৃপক্ষে পিতৃপুরুষের আত্মার মঙ্গলের জন্য আকাশ-প্রদীপ দান করা। ২ (আলঙ্কারিক) বংশ লোপ হতে না দেওয়া (বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না)। সাঁঝবাতি দেওয়া (ক্রিয়া) সন্ধ্যার সময়ে গৃহে বাতি-জ্বালানো রূপ প্রতিদিনের কারণীয় কর্ম করা। সাঁঝের বাতি (বিশেষ্য) সন্ধ্যাবেলা দেবতার উদ্দেশ্যে জ্বালানো প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) বর্তি>(প্রাকৃত) বত্তি>}
  • Bengali Word বাতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বাতি] (বিশেষণ) সামান্য; ক্ষুদ্র; ছোট্ট। {(তৎসম বা সংস্কৃত) পতী>পাতি>বাতি}
  • Bengali Word বাতিক Bengali definition [বাতিক্‌] (বিশেষ্য) ১ বায়ুর প্রকোপ হেতু মানসিক উত্তেজনা; বায়ুরোগ; বাই। ২ পাগলামি; ছিট। প্রবল বোঁক বা শখ (দেশ-বিষ্ণু দেশের ডাকটিকিট সংগ্রহ করার বাতিক)। □ (বিশেষণ) ১ বায়ুঘটিত (বাতিক জ্বর)। বাতিকগ্রস্ত, বাতিকে (বিশেষণ) বাতিকের ফলে অস্থিরচিত্ত (বাতিকে লোক)। {(তৎসম বা সংস্কৃত) বাত(বায়ু)+ইক(ঠক্‌)}
  • Bengali Word বাতিল Bengali definition [বাতিল্‌] (বিশেষণ) ১ অগ্রাহ্য; না-মঞ্জুর; পরিত্যক্ত (দলিল তাদের বাতিল, যারা মানুষকে চায় করতে খাটো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মিথ্যা; অসার। ৩ নাকচ (তবে বিলকূল বাতিল হবে-রার)। {(আরবি) বাতিল}
  • Bengali Word হাবাতিয়া,হাবাতে Bengali definition [হাবাতিয়া, হাবাতে] (বিশেষণ) ১ সম্বলহীন; নিঃস্ব। ২ হতভাগ্য। {হাভাতিয়া>হাবাতিয়া>হাবাতে>}
  • Bengali Word স্বাতি, স্বাতী Bengali definition [শাতি] (বিশেষ্য) ১ (জ্যোশা) পঞ্চদশ নক্ষত্র। ২ সূর্যপত্নী (কোথা অতীতে সার্থযুক্ত হাসিনি স্বাতী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সু+√অৎ+ই(ইন্‌), ঈ(ঙীষ্‌); স্বাতি+অ(অণ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section