Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বাচ্চা Bengali definition [বাচ্‌চা] (বিশেষ্য) শিশু; শিশুসন্তান (দুধের বাচ্চা)। ২ সন্তান; শাবক; ছানা (মুরগির বাচ্চা)। □ (বিশেষণ) বমবয়সী; অল্প বয়স (নিতান্তই বাচ্চা)। বাচ্চা কাচ্চা, কাচ্চা বাচ্চা (বিশেষ্য) ছোট ছোট ছেলে-মেয়ে; শিশুসন্তানগণ (তাদের কয়েকটি বাচ্চা কাচ্চা নিয়ে একটি ছোট্ট পরিবার-কাজী আবদুল মান্নান)। {(তৎসম বা সংস্কৃত) বৎস>(প্রাকৃত) বচ্ছ>;(তুলনীয়) (হিন্দি) বাচ্চা/বাচ্ছা}
  • Bengali Word কাচ্চা বাচ্চা Bengali definition [কাচ্‌চা বাচ্‌চা] (বিশেষ্য) কচি ছেলেমেয়ে; অল্প বয়স্ক ছেলেমেয়ে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) বৎস> (বাংলা) বাচ্চা, (অনুকারক শব্দ , শব্দদ্বৈত) কাচ্চা}
  • Bengali Word চৌবাচ্চা Bengali definition [চোউবাচ্চা] (বিশেষ্য) পানি রাখার চারকোণা আধার; হৌজ; হাউজ। {(ফারসি) চাহ+বচ্চাহ্‌}
Closing this window will clear all results and return you back to the search section