Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বশ Bengali definition [বশ্‌] (বিশেষণ) ১ অধীন; শাসনের অন্তর্গত; আয়ত্ত (বশ হওয়া)। ২ আজ্ঞাধীন; আদেশের অধীন; বশীভূত; অনুগত (বশ করা)। ৩ মোহিত; মুগ্ধ (গুণ দেখে বশ হওয়া)। □ (বিশেষ্য) ১ অধীনতা; অন্যের ইচ্ছা অনুযায়ী চলা; ইচ্ছানুবর্তিতা; আনুগত্য (বশে আনা)। ২ কর্তৃত্ব; অধিকার; প্রভাব; শক্তি (দৈববশে, মোহবশে)। বশত, বশতঃ (অব্যয়) প্রযুক্ত; হেতু; নির্মিত্ত; কারণে (অসুস্থতা বশত)। বশবর্তী (বিশেষণ) অধীন; অনুগত; বশতাপন্ন। বশবর্তিনী( স্ত্রীলিঙ্গ) । বশবর্তিতা বি। {(তৎসম বা সংস্কৃত) √বশ্‌+অ(অচ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word বশংগত Bengali definition [বশঙ্‌গতো] (বিশেষণ) বশবর্তী; অধীন। {(তৎসম বা সংস্কৃত) বশ(ম্‌)+গত}
  • Bengali Word বশংবদ Bengali definition [বশঙ্‌বদো] (বিশেষণ) বশবর্তী; অনুগত; অধীন। {(তৎসম বা সংস্কৃত) বশ(ম্‌)+√বদ্‌+অ(খচ্‌)}
  • Bengali Word বশতঃ Bengali definition বশ
  • Bengali Word বশতা Bengali definition বশ্য
  • Bengali Word বশিতা, বশিত্ব Bengali definition [বোশিতা, বোশিত্‌তো] (বিশেষ্য) ১ যোগলব্ধ ঐশ্বর্য বা শক্তি বিশেষ; বশ করার ক্ষমতা। ২ বশবর্তিতা। ৩ স্বাধীনতা। {(তৎসম বা সংস্কৃত) বশিন্‌+তা(তল্‌)}
  • Bengali Word বশিষ্ঠ, বসিষ্ঠ Bengali definition [বোশিশ্‌ঠো] (বিশেষ্য) ব্রহ্মার মানস পুত্রদের অন্যতম। ঋগ্বেদের ঋষিদের একজন। {(তৎসম বা সংস্কৃত) বশিন্‌+ইষ্ঠ(ইষ্ঠন্‌)}
  • Bengali Word বশী (-শিন্‌) Bengali definition [বোশি] (বিশেষণ) ১ জিতেন্দ্রিয়। ২ বশ করে এমন। ৩ বশবর্তী। □ (বিশেষ্য) স্বাধীন। বশীকরণ মন্ত্র (বিশেষ্য) যে মন্ত্র দ্বারা অপরকে স্ববশে আনা যায় (কামিনীদিগের এইরূপ মধুমাখা প্রবঞ্চনা বাক্য বিষয়াসক্ত ব্যক্তিদিগের বশীকরণমন্ত্র স্বরূপ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বশীকৃত (বিশেষণ) বশ করা হয়েছে এমন; বশে আনীত। বশকৃতা( স্ত্রীলিঙ্গ) । বশভবন (বিশেষ্য) বশ হওয়া। বশভূত (বিশেষণ) বশ বা অধীন হয়েছে এমন। বশবূতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বশ+ইন্‌(ইনি)}
  • Bengali Word বশ্য Bengali definition [বোশ্‌শো] (বিশেষণ) ১ বশ করার উপযুক্ত; বশীভূত করা যায় এমন। ২ বশবর্তী। বশ্যা( স্ত্রীলিঙ্গ) । বশ্যতা, বশতা (বিশেষ্য) অধীনতা; আনুগত্য; বশবর্তিতা। {(তৎসম বা সংস্কৃত) বশ+য(যৎ)}
  • Bengali Word অবশ Bengali definition [অবশ্] (বিশেষণ) ১ অবাধ্য; অনায়ত্ত। ২ অসাড়; বিকল (সকলে ভোজন করি আনন্দে অবশ-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ অস্বাধীন; পরতন্ত্র। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বশ; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section