Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বরাত ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বরাত্‌] (বিশেষ্য) বরযাত্রীদল; বিবাহের মিছিল। ২ দায়িত্ব; কার্যভার; বরাতি দায়িত্ব প্রদায়ক; প্রতিনিধিত্ব দাতা। বরাতি১, বরাতী (বিশেষ্য) বরযাত্রী। {(তৎসম বা সংস্কৃত) বরযাত্র>(হিন্দি) বরাত>}
  • Bengali Word বরাত ২ Bengali definition [বরাত্‌] (বিশেষ্য) ১ কপাল; ভাগ্য; অদৃষ্ট (বদনসিবের বরাত খারাব-কাজী নজরুল ইসলাম)। ২ কর্মভার; দায়িত্ব; অন্যের উপর দায়িত্ব অর্পণ; উৎস; আকর; তথ্যের উৎস/পঞ্জি (অন্য কাহাকেও বরাত দিয়া সে বাড়ী যাইবার পথ দেখিবে-কাজী আবদুল ওদুদ)। ৩ প্রয়োজন (কাছের বরাতে এসেছি তোমার কাছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। বরাতগুণে (ক্রিয়াবিশেষণ) ভাগ্যবলে; কপালের জোরে। বরাতিয়া, বরাতে (বিশেষণ) ভাগ্যবান; ভাগ্য ভালো এমন। বরাতি২ (বিশেষ্য) যাকে দায়িত্ব দেওয়া হয়েছে; প্রতিনিধিত্ব দানকারী (আয় হবি কে বরাতী-কাজী নজরুল ইসলাম)। (বিশেষণ) ১ ভার বা দায়িত্ব অপরকে দেওয়া হয়েছে এমন। ২ প্রয়োজনীয়। {(আরবি) বরাত}
  • Bengali Word বরাত ৩ Bengali definition [বরাত্‌] (বিশেষ্য) নিকট; সম্মুখ (ধইর‌্যা নেয় কাজীর বরাতে-ময়মনসিংহ গীতিকা)। {(ফারসি) বরাবর>}
  • Bengali Word বরাতী ১ Bengali definition বরাত১
  • Bengali Word বরাতী ২ Bengali definition বরাত২
  • Bengali Word বরাতি, বরাতী ৩ Bengali definition [বরাতি] (বিশেষ্য) সংবাদবাহক; দূত। {(আরবি) বরআরর্দ+বা.ই}
  • Bengali Word শবেবরাত Bengali definition [শবেবরাত্‌] (বিশেষ্য) পাপমুক্তি রজনী; সৌভাগ্য রজনী; চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিন-এই দিন পিতৃকুলের মুক্তি কামনায় মুসলমানেরা রুটি হালুয়া বিতরণ করেন (শবে-বরাতের রজনীতে গোরস্থানের মৃৎ প্রদীপ যেমন ক্ষণেকের তরে ক্ষীণ আলো দিয়ে নিবে যায়, তেমনি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শব+ (আরবি) বার’আত}
  • Bengali Word সবেবরাত, সবেবরাৎ Bengali definition ⇒ শবেবরাত
Closing this window will clear all results and return you back to the search section