Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বধ Bengali definition [বধ্‌] (বিশেষ্য) হত্যা; হনন (তোমারে লাগিবে মোর বধ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বধক, বধী (বিশেষণ) হত্যাকারী; ঘাতক (আমি ত বধক তুমি সে সাধক-সৈয়দ আলাওল)। বধয়ে (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) বধ করে (বদনে বদন দিয়া বধয়ে পরাণ-বিদ্যাপতি)। বধার্থ (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) বধের নিমিত্ত। বধোদ্যত (বিশেষণ) হত্যা করতে উদ্যত। বধোদ্যতা( স্ত্রীলিঙ্গ) । বধ্য, বধার্হ (বিশেষণ) বধের যোগ্য এমন; হত্যার উপযুক্ত এমন। বধ্যভূমি, বধস্থলী, বধস্থান (বিশেষ্য) বধ করার স্থান। {(তৎসম বা সংস্কৃত) √হন্‌+অ(অপ্‌)}
  • Bengali Word বধওঁ Bengali definition [বধওঁ] (ক্রিয়া) বধ বা হত্যা করি (যবেঁ আন করোঁ তাক বধওঁ ব্রাহ্মণ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বধ(নামধাতু)+প্রা(বাংলা) ওঁ}
  • Bengali Word বধির Bengali definition [বোধির্‌] (বিশেষণ) কালা; শুনতে পায় না এমন। বধিরতা, বধিরত্ব বি। বধিরা (স্ত্রীলিঙ্গ) (হে নিষ্ঠুর বধিরা উর্বশী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বধ+ইর(কিরচ্‌)}
  • Bengali Word বধূ Bengali definition [বোধু] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পত্নী; স্ত্রী; বনিতা। ২ নতুন বৌ; কনে; নব বিবাহিতা (স্ত্রীলিঙ্গ) ছেলে বা তৎস্থানীয়ের পত্নী। ৩ কুলবালা (গৃহবধূ)। ৪ মহিলা। বধূজন (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বিবাহিতা যুবতী নারী। ২ সধবা নারী। ৩ যুবতী বা নারীগণ (গোপ-বধূজন বিকশিত যৌবন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+উ}
  • Bengali Word বধূটী Bengali definition [বোধুটি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অল্পবয়স্কা বধূ; বউড়ি; বালিকা-বধূ। {স.বধূ+(বাংলা) টী}
  • Bengali Word বধূৎসব Bengali definition [বোধুত্‌শব্‌] (বিশেষ্য) পুষ্পোৎসব; বধূর প্রথম রজোদর্শহেতু উৎসব। বধূধন (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রীধন। বধূপক্ষ (বিশেষ্য) কন্যাপক্ষ। বধূমাতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বউমা; পুত্র বা তত্তুল্য আত্মীয়ের বধূ। {(তৎসম বা সংস্কৃত) বধূ+উৎসব}
  • Bengali Word বধোদ্যত, বধোদ্যতা, বধ্য, বধ্যভূমি Bengali definitionবধ
  • Bengali Word অদ্যাবধি Bengali definition [ওদ্‌দাবোধি] অব্যয় ১ আজ থেকে । ২ আজ পর্যন্ত। {(তৎসম বা সংস্কৃত) অদ্য +অবধি; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অনবধান Bengali definition [অনবধান্‌] (বিশেষ্য) ১ অমনোযোগ; উপেক্ষা। □ (বিশেষণ) অমনোযোগী; যত্নহীন। অনবধানতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অবধান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবধান Bengali definition [অবোধান্] (বিশেষ্য) ১ প্রণিধান। ২ বিশেষ মনোনিবেশ। ৩ মনোযোগের সাথে শ্রবণ (কারো অবধান-রবীন্দ্রনাথ ঠাকুর; ব্রাহ্মণ বলেন কন্যা কর অবধান-ক্ষেমানন্দ দাস)। ৪ শুনতে আজ্ঞা হোক অর্থে (কহে মন্ত্রিবর, জুড়ি দুই কর, অবধান মহিপতি-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধা+অন(ল্যুট্)}
  • Bengali Word অবধারণ ১ Bengali definition [অবোধারোন্] (বিশেষ্য) ১ নিরূপণ; নির্ণয় (তাহাও বহু চেষ্টায় অবধারণ করা গেল না-রবীন্দ্রনাথ ঠাকুর) ২ সীমা নির্ধারণ; পরিমাণ নির্ণয় (তাহার অবধারণ জন্য জেলায় জেলায় আসেসর নিযুক্ত হইতেছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ ধার্যকরণ; নির্ধারণ। অবধারিত (বিশেষণ) ১ নিশ্চিত; অনির্বার্য(প্রাণদণ্ড এক প্রকার অবধারিত বলিতে হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নির্ধারিত; নির্ণীত (স্বর্ণকারের সহিত অবধারিত কথা আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অবধার্য, অবধারণীয় (বিশেষণ) নির্ণেয়; অবধারণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধারি+অন(ল্যুট্)}
  • Bengali Word অবধারণ ২ , অবধারণি Bengali definition (ব্র.) [অবধারোন্, অবধারোনি] ক্রিয়া স্থির করেছি (হাম অবধারণ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)অব+ধারণ, ধারণি}
  • Bengali Word অবধি Bengali definition [অবোধি] অব্যয় ১ থেকে; হতে (জনম অবধি হাম রূপ নেহারলুঁ নয়ন না তিরপিত ভেল-বিদ্যাপতি)। ২ পর্যন্ত (সেদিন থেকে আজ অবধি)। □ (বিশেষ্য) সীমা; শেষ; পার (আত্মীয়-স্বজনহীন অবস্থায় তাহার দুর্গতির অবধি নেই। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধা+ই}
  • Bengali Word অবধূত Bengali definition [অবোধুত্] (বিশেষ্য) সর্বসংস্কারমুক্ত সন্ন্যাসী বিশেষ (রাখিব মহিমা তবে গোর্খ অবধূতে-শেখ ফয়জুল্লাহ)। অবেধৌত (বিশেষণ) প্রক্ষালিত; বিশেষভাবে ধোয়া। অবধৌতিক ( বিশেষণ) ‘অবধূত’ নামক সন্ন্যাসী সন্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত)অব+√ধূ+ত(ক্ত)}
  • Bengali Word অবধ্য Bengali definition [অবোদ্‌ধো] (বিশেষণ) বধের অযোগ্য; বধ করা যায় না এমন (দূত অবধ্য)। অবধ্যতা (বিশেষ্য)। অবধ্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বধ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস) (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অব্যবধান Bengali definition [অব্যাবোধান্] (বিশেষ্য) ১ ব্যবধানহীনতা। ২ মোটেই ফাঁক বা বিরাম নেই এমন অবস্থা; immediacy । {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যবধান; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অসাবধান Bengali definition [অশাব্‌ধান্] (বিশেষণ) ১ অসতর্ক; অনবধান। ২ অমনোযোগী; অনবহিত। অসাবধানতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাবধান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word উপেখা (মবধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) Bengali definition [উপেখা] (ক্রিয়া) উপেক্ষা করা (সময় উপেখিআঁ রহিলা-বড়ু চণ্ডীদাস)। {সংস্কৃত. অপেক্ষা}
  • Bengali Word কলাবউ , কলাবৌ , কলাবধূ Bengali definition [কলাবোউ, কলাবোউ, কলাবোধূ] (বিশেষ্য) ১ দীর্ঘ অবগুন্ঠনবতী বধূ; অতি লজ্জাশীলা বধূ (কলা বউয়ের মত আধহাত ঘোমটা দেওয়া ক্ষুদে ক্ষুদে কনে বউ-কালীপসন্ন সিংহ)। ২ হিন্দুমতে কদলীপত্ররচিত নব পত্রিকারূপিণী নব দুর্গা। এই মূর্তিকে বস্ত্রালঙ্কার, অবগুন্ঠন, সিন্দুর প্রভৃতিতে নববধূ সাজে সজ্জিত করা হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলাবধূ> কলাবহু>কলাবউ>কলাবৌ; কলাবউ}
  • Bengali Word কলাবধূ Bengali definition কলাবউ
  • Bengali Word জন্মাবধি Bengali definition [জন্‌মাবোধি] (ক্রিয়াবিশেষণ) জন্মকাল থেকে; আজন্ম। {(তৎসম বা সংস্কৃত) জন্ম+অবধি}
  • Bengali Word জীবনাবধি Bengali definition [জিবোনাবোধি] (বিশেষ্য) জীবিতকাল; আজীবন; বেঁচে থাকাকালীন। {(তৎসম বা সংস্কৃত) জীবন+অবধি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তত্ত্বাবধান Bengali definition [তত্‌তাবধান্‌] (বিশেষ্য) ১ পরিদর্শন। ২ পরিচালন; রক্ষনাবেক্ষণ; দেখাশুনা। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অবধান}
  • Bengali Word তত্ত্বাবধায়ক Bengali definition [তত্‌তাবধায়োক] (বিশেষণ) তত্ত্বাবধান করে যে ব্যক্তি; পরিদর্শক; পরিচালক। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অবধায়ক}
  • Bengali Word তত্ত্বাবধারক Bengali definition [তত্‌তাবধারোক্‌] (বিশেষ্য) তত্ত্ব-নির্ণায়ক; তত্ত্বনিরূপণকারী; সত্য অবধানকারী। {(তৎসম বা সংস্কৃত) তত্ত্ব+অবধারক}
Closing this window will clear all results and return you back to the search section