Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বদ Bengali definition [বদ্‌] (বিশেষণ) ১ মন্দ; খারাপ (বদলোক)। ২ রুক্ষ; কর্কশ (বদমেজাজ)। ৩ অসৎদ অসাধু; দুষ্ট (বদখেয়াল)। ৪ অন্যায়; অন্যায্য; অনুচিত (বদরাগী)। ৫ দূষিত; জীবাণুযুক্ত বা রোগগ্রস্ত (বদরক্ত)। ৬ অন্য; ভিন্ন (বদ রঙের তাস)। বদকথা (বিশেষ্য) কুকথা; খারাপ কথা (বদকথা যত বাড়াবাড়ি হয় ততই বেড়ে উঠে-মীর মশাররফ হোসেন)। বদকাম (বিশেষ্য) কুকর্ম; অপকর্ম; ব্যভিচার (করিলাম বদ্‌কাম বদ্‌নাম শেষে-ভারতচন্দ্র রায়গুণাকর)। বদকার (বিশেষণ) কুক্রিয়াশীল; ককর্মে রত এমন। □ (বিশেষ্য) কুকর্ম; খারাপ কাজ; ব্যভিচারী (মনে পড়ে শুধু অসংখ্য বদকার-ফররুখ আহমদ)। বদকারী বি। বদখত, বদখদ (বিশেষণ) ১ বিশ্রী (ঐসব বদখত মূর্তি টাঙিয়ে দিয়েছি-মনোজ বসু; ফরাসী মাষ্টার্ডে বদ্‌খদ্‌ মিষ্টি মিষ্টি ভাব-সৈয়দ মুজতবা আলী)। ২ (হাতের লেখা) খারাপ এমন। ৩ বেয়াড়া; দুষ্ট; অবাধ্য; অসৎ। বদখাসলত (বিশেষ্য) কু-অভ্যাস; খারাপ রীতিনীতি; খারাপ স্বভাব। বদখেয়াল (বিশেষ্য) ১ খারাপ অভিপ্রায়; কুপ্রবৃত্তি (পাহাড় ডিঙোবার বদখেয়াল হয়েছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ খারাপ আচরণ; কুনীতি। বদখেয়ালি বিণ। বদজবান, বদজোবান (বিশেষ্য) কুবাক্য; অশিষ্ট কথা; গালাগালি (অভদ্রোচিত, বদ্‌জবান, লাজবান, যা কখনও শুনি নাই-মীর মশাররফ হোসেন; রাগিলেই বদজোবান আরম্ভ করিতেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বদদোয়া (বিশেষ্য) অভিশাপ; অপরের অনিষ্টের জন্য যে দোয়া। বদনসিব (বিশেষ্য) ১ দুর্ভাগ্য; মন্দভাগ্য (দুজনার হবে বুলন্দ নসিব, লাখে লাখ হবে বদনসিব?-কাজী নজরুল ইসলাম)। বদনাম (বিশেষ্য) দুর্নাম; অখ্যাতি; অপযশ; নিন্দা (না বুঝিয়া করে কাম শেষে হয বদনাম-মীর মশাররফ হোসেন)। বদনিয়ত (বিশেষ্য) অসদভিপ্রায়; দুরভিসন্ধি। (বিশেষণ) উদ্দেশ্য খারাপ এমন। বদফাল (বিশেষ্য) দুর্ভাগ্যের চিহ্ন (সারা গায়ে জাগে কলুষিত বদফাল-ফররুখ আহমদ)। বদবখ্‌ত (বিশেষ্য) দুর্ভাগ্য; মন্দভাগ্য (হিন্দের বদ্‌বখত-কাজী নজরুল ইসলাম) □ (বিশেষণ) দুর্ভাগা; হতভাগা। বদবখতি (বিশেষ্য) ১ দুর্ভাগ্য; ভাগ্যহীনা। ২ দুঃসময়। বদবু, বদবো (বিশেষ্য) দুর্গন্ধ; খারাপ গন্ধ (তখন ময়লা কাঁথার ভুটকা বদবুতে তাঁর বমি আসিবার উপক্রম হইল-আবুল মনসুর আহমদ)। বদভ্যাস (বিশেষ্য) খারাপ অভ্যাস (এটা কিন্তু হরিপদর ভারি বদভ্যাস-সুকুমার রায়)। বদমতলব (বিশেষ্য) খারাপ উদ্দেশ্য (কোনো বদমতলব নাই তো?-কবি মঈনুদ্দীন)। বদমাশ, বদমাইশ, বদমায়েশ (বিশেষণ) ১ অসচ্চরিত্র; ইন্দ্রিয়পরায়ণ (ওটা একটা বদমাস, তোমাকে ভেবেছে বস্তির ঝি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ দুষ্ট; দুর্বৃত্ত (বেটা যেরূপ বদমায়েশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। বদমাশি, বদমায়েশি, বদমাইশি (বিশেষ্য) ১ চরিত্রহীনতা, অসচ্চরিত্রতা; ইন্দ্রিয়-সেবা। ২ ‍দুষ্টামি;অপকর্ম (ইতিহাস এরূপ অনেক প্রকার বদমাইসি করিয়া থাকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বদমেজাজ (বিশেষ্য) উগ্র মেজাজ; রুক্ষ স্বভাব। বদমেজাজি (বিশেষ্য), (বিশেষণ) মেজাজ খুব উগ্র; রগটচা; সহজে চটে যায় এমন। বদরং, বদরঙ (বিশেষ্য) ১ খারাপ রং; ফিকে রং। ২ বিবর্ণ বা বেরং তাস। বদরক্ত (বিশেষ্য) ১ দূষিত রক্ত। ২ (আলঙ্কারিক) হীনবংশ। বদরসিক (বিশেষণ) রসজ্ঞানহীন; তাৎপর্য জানে না বা বুঝতে পারে না এমন (বদরসিক সঙ্গীরা এত উজান ঠেলতে রাজী নন-মনোজ বসু)। বদরাগ (বিশেষ্য) অন্যায় বা অন্যায্য ক্রোধ। বদরাগী (বিশেষণ) কোপন-স্বভাব; রগচটা; অল্পতে রেগে যায় এমন। বদরীতি (বিশেষ্য) খারাপ নিয়ম; কুরীতি (রূপের তরে হানাহানি তার চেয়ে কি বদ্‌রীতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। বদরুচি (বিশেষ্য) কুরুচি; নিম্নস্তরের রুচি। □ (বিশেষণ) কুরুচিসম্পন্ন; পছন্দসই নয় এমন (এমন বে-শরম বদরুচি পোষাক দেখতে পাইনি-মনোজ বসু)। বদরোখা (বিশেষ্য) কোপনস্বভাব; রুক্ষ মেজাজ (মাগী ত বড় বদ্‌রোকা-মীর মশাররফ হোসেন)। বদসলা, বদশলা (বিশেষ্য) কুপরামর্শ (তারই বদ্‌সলা, বদ্‌ পরামর্শতেই বিবাদ নিষ্পত্তি হচ্ছে না-মীর মশাররফ হোসেন)। বদসুরত, বদছুরত (বিশেষণ) কুৎসিত; বিশ্রী (মেয়েটি আমার বড় বদছুরত-মুফাখখারুল ইসলাম)। বদহজম (বিশেষ্য) পরিপাক ক্রিয়ার গোলমাল। বদহজমি (বিশেষ্য) অজীর্ণ রোগ। বদহাল (বিশেষ্য) দুরবস্থা; খারাপ অবস্থা; সঙ্কটজনক অবস্থা (নাজেহাল বদহাল করে একেবারে গঙ্গা পার করে দেওয়া তাঁর ইচ্ছা-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) বদ্‌}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word বদন Bengali definition [বদোন্‌] (বিশেষ্য) ১ মুখ (বদনে রদন লড়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ মুখমণ্ডল; আনন (বদনে উদএ হইছে… ধার-সৈয়দ মুজতবা আলী; গোরের উপরে তবে রাখিয়া বদন-দৌলত উজির বাহরাম খান)। ৩ মুখগহবর। বদনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বদন বা মুখবিশিষ্ট (মলিনবদনা মরি মিহির বিরহে-মাইকেল মধুসূদন দত্ত)। বদন-ইন্দু, বদন-চন্দ্রমা (বিশেষ্য) চন্দ্রমুখ; চাঁদের মতো বদন। বদন মদিরা, বদনামৃত (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) থুথু। {(তৎসম বা সংস্কৃত) বদ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বদনা Bengali definition [বদ্‌না] (বিশেষ্য) নল ও প্রশস্ত মুখবিশিষ্ট জলপাত্র বিশেষ; ধাতু বা মাটির ঘটিবিশেষ (বদনায় ধুয়ে সাফ করে নিলেন-মীর মশাররফ হোসেন)। বদনা বিয়ে (বিশেষ্য) বৃষ্টি আনার জন্য গীত গান (আমরা তখন কুমারী মেয়েরা বদনা বিয়ের গানে। সারা মাঠখানি ভরিয়া দিতাম বাদল বিরহী তানে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) বর্ধনী>; (হিন্দি) বধনা>}
  • Bengali Word বদর ১, বদরিকা, বদরী Bengali definition [বদোর্‌, বদোরিকা, বদোরি] (বিশেষ্য) কুলগাছ বা তার ফল (মিষ্ট কিছু আনিহ বদর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্‌+অর(অরচ্‌)+ক(কন্‌)+আ(টাপ্‌),+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বদর ২ Bengali definition [বদোর্‌] (বিশেষ্য) ১ পীরবিশেষ-মুসলমান মাঝি মাল্লারা নির্বিঘ্ন জলযাত্রার কামনা করে যাঁর নাম স্মরণ করে। ২ পূর্ণচন্দ্র। {(আরবি) বদ্‌র্‌}
  • Bengali Word বদরিকা Bengali definition বদর১
  • Bengali Word বদরিকাশ্রম Bengali definition [বদোরিকাস্‌স্রম] (বিশেষ্য) হিমালয়স্থ হিন্দুতীর্থ। {(তৎসম বা সংস্কৃত) বদরিকা+আশ্রম}
  • Bengali Word বদরিনাথ Bengali definition [বোদ্‌রিনাথ্‌] (বিশেষ্য) বদরি শৈলের তীর্থপতি দেববিগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) বদরী+নাথ; ৬ তৎ}
  • Bengali Word বদরী Bengali definition বদর১
  • Bengali Word বদল Bengali definition [বদোল্‌] (বিশেষ্য) ১ পরবর্তন; বিনিময় (মোর পরমায়ু লৈয়া চিরদিন থাক জিয়া, আমি মরি তোমার বদলে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ পরিবর্তন (ভোল বদল; রং বদল)। বদলানো (ক্রিয়া) ১ পরিবর্তন করা (বদলিয়া মাল পুনহি মুঝে দেল-বিদ্যাপতি)। ২ পরিবর্তিত হওয়া (লোকটার স্বভাব বদলে গেছে)। ২ বিনিময় করা (মালা বদলানো)। বদলাবদলি (বিশেষ্য) পরস্পর বিনিময়; অদলবদল। বদলি, বদলী (বিশেষ্য) ১ বিনিময়; পরিবর্তন। ২ স্থানান্তরে নিয়োগ; এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে নিয়োগ (বদলি হওয়া)। □ (বিশেষণ) ১ প্রতিনিধি। ২ অন্য কর্মস্থানে নিযুক্ত। ৩ অন্যের পরিবর্তে সাময়িক ভাবে নিযুক্ত। {(আরবি) বদল}
  • Bengali Word বদস্ত Bengali definition [বদস্ত] ক্রিবিণি ১ হাত দিয়ে। ২ হাতে হাতে। {(ফারসি) ব-দন্ত}
  • Bengali Word বদস্তুর Bengali definition [বদোস্‌তুর্‌] (ক্রিয়াবিশেষণ) যথারীতি, যথানিয়ম; নিয়মানুসারে (কাননগো দপ্তর সাবেক বদস্তুর আমাদের খুড়া মহাশয়ের-রাম)। {(ফারসি) বদস্তুর}
  • Bengali Word বদা ১ Bengali definition বয়দা
  • Bengali Word বদা ২ Bengali definition [বদা] (ক্রিয়া) বাজি রাখা (শুনিয়া স্বামীর পদে রাজার রমণী বাদে-রজনীকান্ত সেন)। {(হিন্দি) বদ্‌না}
  • Bengali Word বদান্য Bengali definition [বদান্‌নো] (বিশেষণ) ১ দানশীল; দাতা; উদার (তিনি অতি বদান্য পুরুষ ছিলেন-শেখ আবদুর রহিম)। ২ মধুরভাষী; প্রিয়ভাষী। ৩ সুবক্তা। বদান্যতা বি.। {(তৎসম বা সংস্কৃত) বদ্‌+আন্য}
  • Bengali Word বদাবদ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বদাবদ্‌] (বিশেষ্য) তর্কবিতর্ক; শাস্ত্র ইত্যাদি নিয়ে বচসা (প্রভুর সহিত কার হৈল বদাবদ-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) বদ্‌+অ(অচ্‌)+বদ্‌+অ(অচ্‌), আ(আক্‌) আগম}
  • Bengali Word বদি, বদী Bengali definition [বোদি] (বিশেষণ) ১ মন্দ; খারাপ; অহিত (নেকী-বদী কাম যত জীবনের লিখিয়া রাখিছ অঙ্ক কষি-জসীমউদ্‌দীন)। ২ মন্দ বা খারাপ কাজ করে এমন; পাপী। নেকি বিপরীতার্থক শব্দ। {(ফারসি) বদী}
  • Bengali Word বদিয়াতি, বেদাতি Bengali definition [বোদিয়োতি, বেদাতি] (বিশেষ্য) মন্দকাজ; অন্যায় কাজ ও অনিষ্টকর কাজ। (একে দুঃস্বপ্ন তার দেবতার এই বদিয়তী-কেদারনাথ মজুমদার)। {(আরবি) বিদাত্‌}
  • Bengali Word বদী Bengali definition বদি
  • Bengali Word বদৌলতে Bengali definition [বদোউলতে] (অব্যয়) জন্য; কৃপায় (ভাওয়াইয়া গান আব্বাসউদ্দীনের বদৌলতে আজ সারা দেশে সমাদৃত-ছদরুদ্দীন)। {(আরবি) বদৌলত; (ফারসি) (বদৌলতে-অশুদ্ধ প্রয়োগ)}
  • Bengali Word বদ্দি Bengali definition বৈদ্য
  • Bengali Word বদ্দু Bengali definition [বোদ্‌দু] (বিশেষ্য) মরুবাসী বেদুইন (তুলেছে তোমার বদ্দু আকাশ মরুপ্রান্তরে খিমা-ফররুখ আহমদ)। {(ফারসি) বদ্দু}
  • Bengali Word বদ্ধ Bengali definition [বদ্‌ধো] (বিশেষ্য) বাঁধা; আবদ্ধ; বাঁধানো (প্রতিজ্ঞাবদ্ধ)। □ (বিশেষণ) ১ রুদ্ধ; বন্ধ (বন্ধ করা)। ২ অবরুদ্ধ; গতিহীন (বদ্ধপুকুর, বদ্ধস্রোত)। ৩ বন্দী; আটক (পিঞ্জিরাবদ্ধ)। ৪ যুক্ত; একত্রিত (বদ্ধাঞ্জলি)। ৫ ন্যস্ত; স্থির (বদ্ধদৃষ্টি)। ৬ বিন্যস্ত; একের পর এক সজ্জিত বা স্থাপিত (শ্রেণিবদ্ধ)। ৭ দৃঢ় ও অনমনীয় (বদ্ধ ধারণা)। ৮ নিরেট; সম্পূর্ণ (বদ্ধপাগল)। বদ্ধকালা (বিশেষণ) কানে কিছুই শুনতে পায় না এমন। বদ্ধচিত্ত (বিশেষণ) চিত্ত কোনো কিছুতে আকৃষ্ট বা স্থির হয়েছে এমন। বদ্ধজীব (বিশেষণ) সংসারচক্রে আবদ্ধ; সংসারে অত্যাসক্ত। বদ্ধদৃষ্টি (বিশেষ্য) স্থির বা অপলক দৃষ্টি; অনিমেষ লক্ষ্য। □ (বিশেষণ) স্থির দৃষ্টি সম্পন্ন; অপলকদৃষ্টিতে চেয়ে আছে এমন। বদ্ধপরিকর (বিশেষণ) ১ (আলঙ্কারিক) কোমর বেঁধেছে এমন। ২ দৃঢ়সংকল্প; কোনো কাজ করার জন্য কোমর বেঁধে লেগেছে এমন। বদ্ধ পাগল (বিশেষণ) সম্পূর্ণ পাগল। বদ্ধমুষ্টি (বিশেষণ) ১ দৃঢ়মুষ্টি; মুষ্টিবদ্ধ করেছে এমন। ২ কৃপণ। বদ্ধমূল (বিশেষণ) ১ মূল বা শিকড় মাটিতে দৃঢ়রূপে প্রোথিত আছে এমন। ২ দৃঢ়; অনড় (সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। বদ্ধাঞ্জলি (বিশেষণ) যুক্তকর; হাত জোড় করেছে এমন; জোড়হস্ত। {(তৎসম বা সংস্কৃত) √বধ্‌+ত(ক্ত)}
  • Bengali Word বদল ১ Bengali definition বল
Closing this window will clear all results and return you back to the search section