- Bengali Word পোলা Bengali definition [পোলা] (বিশেষ্য) ১ পুত্র; ছেলে। ২ সন্তান। পোলাসন্তান (বিশেষ্য) ছেলেপিলে (আলতু-ফালতু লোকের পোলাপান এলেবিলে পাস করছে-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>পো+লা}
- Bengali Word পোলাও Bengali definition [পোলাও] (বিশেষ্য) ঘৃতপক্ব অন্ন। {(ফারসি) পলাও, (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পলান্ন}
- Bengali Word খুশকা, খুশ্কা পোলাও Bengali definition [খুশ্কা, খুশ্কাপোলাও] (বিশেষ্য) ১ অল্প ঘি দিয়ে রান্না করা পোলাও। ২ ঘৃতহীন ভাত; সাদা ভাত। {(ফারসি) খুশ্কাহ্}
Closing this window will clear all results and return you back to the search section