Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পো ১ Bengali definition [পো] (বিশেষ্য) পুত্র; ছেলে (ডাক্তারের পো আজ একবার আসুক না-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>(প্রাকৃত)পোঅ>}
  • Bengali Word পো ২ Bengali definition ⇒ পোয়া১
  • Bengali Word পোংগা Bengali definition ⇒ পোঁদ
  • Bengali Word পোঁ Bengali definition [পোঁ] (অব্যয়) সানাই বা বাঁশির একটানা বা অপরিবর্তনীয় সুর (সানাইয়ের পোঁ এমন কিছু মিষ্টি নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পোঁ ধরা (ক্রিয়া) ১ কোনো ব্যাপারকে অন্ধভাবে সমর্থন করা। ২ (ব্যঙ্গার্থ) মোসাহেবি করা। পোঁ পোঁ (অব্যয়) অতি দ্রুত; অতি বেগে (একেবারে পোঁ পোঁ দৌড়)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word পোঁচ Bengali definition [পোঁচ্‌] (বিশেষ্য) লেপ; প্রলেপ; লেপন (বড় মিস্ত্রী দুচার পোঁচ চর্বি মাখিয়ে দিলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পোঁচড়া, পোঁচলা (বিশেষ্য) ১ লেপন; প্রলেপ। ২ চুনকাম করবার জন্য বাখারি প্রভৃতি দণ্ডের মুখে বাঁধা পাটের গুচ্ছ। {(তৎসম বা সংস্কৃত) পুস্ত>(প্রাকৃত)পুত্থ>পুংছ>}
  • Bengali Word পোঁচা Bengali definition ⇒ পোঁছা৩
  • Bengali Word পোঁছ Bengali definition [পোঁছ্‌] (বিশেষ্য) ১ প্রলেপ (তারা মুখে চুনকাম করতে জানে না, ঠোঁটে আলতার পোঁছও টানে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্মার্জনা (ঝাড়পোঁচ)। {(তৎসম বা সংস্কৃত) পুস্ত>(প্রাকৃত)পুত্থ>পুংছ>}
  • Bengali Word পোঁছা ২ Bengali definition [পোঁছা] (ক্রিয়া) ১ গণ্য করা; গ্রাহ্য করা (তোর কাছে বসে কে? তোকে পোঁছে কে?-মীর মশাররফ হোসেন)। ২ খোঁজ-খবর নেওয়া; সম্ভাষণ করা। ৩ জিজ্ঞাসা করা; প্রশ্ন করা। {(হিন্দি) পুছ্‌না}
  • Bengali Word পোঁছা ৩, পোঁচা Bengali definition [পোঁছা, পোঁচা] (বিশেষ্য) অপেক্ষাকৃত বৃহদাকার মাছের লেজের অংশবিশেষ (চিতল মাছের পোঁছা)। ২ হাতের কব্জি থেকে প্রান্তভাগ অবধি অংশ (এঁটো হাতেই হাতের পোঁছায় গায়ের মাথায় কাপড় গোছায়-সত্যেন্দ্রনাথ দত্ত; সমিন্দির ঝ্যামর চাকালি মোর তেমনি হাতের পোঁচা-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) পুচ্ছ>}
  • Bengali Word পোঁত Bengali definition [পোঁত্‌] (বিশেষ্য) ১ প্রোথিত অংশের পরিমাণ। ২ প্রোথন (তিন হাতে পোঁত)। {(তৎসম বা সংস্কৃত) প্রোথিত>}
  • Bengali Word পোঁতা ১ Bengali definition [পোঁতা] (ক্রিয়া) ১ প্রোথিত করা; ভূগর্ভে নিহিত করা। ২ রোপণ করা (চারা পোঁতা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) প্রোথিত>}
  • Bengali Word পোঁতা ২ Bengali definition ⇒ পোতা
  • Bengali Word পোঁদ, পোংগা, পোঙ্গা Bengali definition [পোঁদ্‌, পোঙ্‌গা, পোঙ্‌গা] (বিশেষ্য) ১ মলদ্বার; গুহ্যদেশ। ২ পাছা; নিতম্বের নিম্নাংশ। পোঁদপাকা (বিশেষণ) ইঁচড়ে পাকা; অকালপক্ব। {(তৎসম বা সংস্কৃত) পর্দ>(প্রাকৃত)পংদ>}
  • Bengali Word পো Bengali definition [পো] (বিশেষ্য) পুত্র; ছেলে। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>}
  • Bengali Word পোকা, পোক Bengali definition [পোকা, পোক্‌] (বিশেষ্য) ১ কীট (পোকায় কেটেছে)। ২ ক্ষুদ্র পতঙ্গবিশেষ। উইপোকা (বিশেষ্য) শ্বেত পিপীলিকা। কাঁচপোকা ⇒ পোকা। কুমরেপোকা (বিশেষ্য) মাটির বাসা নির্মাণকারী ভিমরুল আকৃতির পোকবিশেষ। গাঁধি পোকা, গান্ধি পোকা (বিশেষ্য) অতি দুর্গন্ধযুক্ত পোকাবিশেষ, যা শরীরে লাগলে ঘা হয়ে যায়। গুটিপোকা ⇒ গুটি। গুবরে পোকা (বিশেষ্য) চাল গম ইত্যাদি নাশকারী এক প্রকার কীট। জুনিপোকা ⇒ জোনাকি। ঝিঁঝিঁ পোকা ⇒ ঝিঁঝিঁ। টিপপোকা (বিশেষ্য) কালো রঙের কঠিন পাখাওয়ালা পোকাবিশেষ। বইয়ের পোকা ⇒ বই। শুঁয়া পোকা (বিশেষ্য) সূক্ষ্মমুখ, কাঁটাওয়ালা ও লোমযুক্ত শরীর এবং বহু পা-বিশিষ্ট এক প্রকার কীট। শ্যামা পোকা ⇒ শ্যামা১। সোনা পোকা (বিশেষ্য) উজ্জ্বল ময়ূরকণ্ঠী বর্ণের কীট যার পক্ষ কেটে টিপ তৈরি করা হয়। পোকা ধরা (ক্রিয়া) পোকা লাগা। পোকা পড়া (ক্রিয়া) পচে পোকা ধরা। লোক না পোক-পোকার মতো তুচ্ছ। {(তৎসম বা সংস্কৃত) পুত্তিকা>; (তৎসম বা সংস্কৃত) পুলক>}
  • Bengali Word পোক্ত Bengali definition [পোক্‌তো] (বিশেষণ) দৃঢ়; মজবুত (বুকের পাটা শক্ত, সকল কাজে পোক্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পরিপক্ব; পরিণত; অভিজ্ঞ (পাকাপোক্ত লোক)। {(ফারসি) পুখ্‌তাহ}
  • Bengali Word পোখরাজ Bengali definition [পোখ্‌রাজ্‌] (বিশেষ্য) এক জাতীয় মণি; পুষ্পরাগমণি; topaz (জড়ো করিলাম, পোখরাজ আর ইয়াকুত ভরা দিন-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্পরাগ>}
  • Bengali Word পোখরি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোখরি] (বিশেষ্য) পুকুর; পুষ্পরিণী (নিয়র পোখরি-খব)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্করিণী/পুষ্করী>}
  • Bengali Word পোগণ্ড, পৌগণ্ড Bengali definition [পোগন্‌ডো, পোউগন্‌ডো] (বিশেষ্য) ১ পাঁচ থেকে পনেরো বছরের অনধিক শিশু বা বালক; অপোগণ্ড। ২ পঙ্গু; বিকলাঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) পৌগণ্ড}
  • Bengali Word পোঙ্গা Bengali definition ⇒ পোঁদ
  • Bengali Word পোছল (ব্রজবুলি) Bengali definition [পোছল] (ক্রিয়া) মুছল; পুছে ফেলল (বদন পোছল-বিদ্যাপতি)। {□ পুছ্‌>}
  • Bengali Word পোছা Bengali definition ⇒ পুছা
  • Bengali Word পোট, পট Bengali definition [পোট্‌, পট] (বিশেষ্য) মনের মিল; সদ্ভাব। {□ পুট্‌+অ}
  • Bengali Word পোটফোলিও, পোর্টফোলিও Bengali definition [পোট্‌ফোলিয়ো, পোর্‌ট্‌ফোলিও] (বিশেষ্য) ১ অবাঁধা কাগজপত্রাদি রাখার জন্য ব্যবহৃত আধারবিশেষ। ২ ব্যাগ। ৩ মন্ত্রীর কর্মভার; দপ্তর। {(ইংরেজি) portfolio}
  • Bengali Word পোটম্যান্টো, পোর্টম্যান্টো Bengali definition [পোট্‌ম্যান্‌টো, পোর্‌ট্‌ম্যান্‌টো] (বিশেষ্য) টিন; লোহার পাত বা চামড়ার সিন্দুক বা বাক্স। {(ইংরেজি) portmanteau}
Closing this window will clear all results and return you back to the search section