Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • দরখাস্ত : আবেদনপত্র; application; petition (দরখাস্ত পেশ করা)।
  • দরপেশ, দরপেস : [দর্‌পেশ্‌] (বিশেষণ) বিচারাধীন; বিচারের জন্য আদালতে পেশ করা হয়েছে এমন (বাদশাহের হুজুরে দরপেস হইলেন-রাজশেখর বসু (পরশু))।
  • দলিল, দলীল : দলিল পেশ করা (ক্রিয়া) ১ ন্যায্য দাবির পক্ষে লিখিত প্রমাণপত্র পেশ করা।
  • দাখিল : দাখিলি, দাখিলী (বিশেষণ) উপস্থাপিত; পেশ করা হয়েছে এমন; পেশকৃত (রাধাকুমুদবাবুর দাখিলি বৈদিক দলিলগুলির কোন তারিখ নেই-প্রথম চৌধুরী)।
  • দায়ের : [দায়ের্‌] (বিশেষণ) রুজু; বিচারের জন্য আদালতে পেশ করা হয়েছে এমন (মামলা দায়ের করা)।
  • পেশ : পেশ করা (ক্রিয়া) নিবেদন করা; আরজ করা (তিন হাজার পাউণ্ড পেশ করিয়া বলিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)।
  • সকল : সাকল্য (বিশেষ্য) সকলের সমীপে (সাকল্যে পেশ করা)।
  • সফিনামা : [শোফিনামা] (বিশেষ্য) মোকদ্দমায় আপসে দুপক্ষের চুক্তিরূপে লিখিত অঙ্গীকারপত্র যা আদালতে পেশ করা হয়।
  • সভা : সভায় পেশ করা (অভিযোগ সভাস্থ করা)।
  • সাধারণ : জনসাধারণের নিকট বা সম্মুখে (সাধারণ্যে পেশ করা)।
Closing this window will clear all results and return you back to the search section