Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পীর, পির Bengali definition [পির্‌] (বিশেষ্য) মুসলিম দীক্ষাগুরু; পুণ্যাত্মা (পীরের মোকামে দেয় সাঁজ-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পীর পয়গম্বর (বিশেষ্য) পীর ও নবী; মুসলমান সাধু মহাপুরুষ। পীর-পরস্তি (বিশেষ্য) পীরপূজা (প্রচলিত গুরুদের প্রভাবে মুসলমানদের মধ্যে পীর পরস্তীর প্রবর্তন হয়-মান্নান)। পীরোত্তর (বিশেষ্য) পীরের উদ্দেশ্যে প্রদত্ত নিষ্কর ভূমি। পীরের দরগা (বিশেষ্য) পীরের সমাধি স্থান এবং সেখানে নির্মিত ধর্ম প্রতিষ্ঠান। পীরের শিন্নি (বিশেষ্য) পীরের উদ্দেশ্যে নিবেদিত চিনি, ময়দা, দুধ, কলা প্রভৃতির মিশ্রণে তৈরি বস্তু। পীর পাঁচ (বিশেষ্য) নদী ও সাগরে মাঝি ও নাবিকরা বদর প্রমুখ যে পাঁচ জন পীরকে স্মরণ করে। {(ফারসি) পীর}
  • Bengali Word পীরালী Bengali definition ⇒ পিরালি
  • Bengali Word পীরিত Bengali definition ⇒ পিরিত
  • Bengali Word পিরালি, পিরালী, পীরালী Bengali definition [পিরালি, পিরালি, পিরালি] (বিশেষ্য) প্রাচীন বঙ্গদেশের এক শ্রেণির ব্রাহ্মণ, যারা যশোর-খুলনা অঞ্চলের পীর আলীর সংস্পর্শে এসে আপন সমাজ থেকে পতিত হয়েছিল। {(ফারসি) পীর+(বাংলা) আলি}
  • Bengali Word পিরিত, পিরীত, পিরিতি, পীরিতি Bengali definition [পিরিত্‌, পিরিত্‌, পিরিতি, পিরিতি] (বিশেষ্য) ১ প্রীতি; প্রণয়; প্রেম; অনুরাগ; ভালোবাসা। ২ বন্ধুত্ব; সদ্ভাব (রুষ্ট নহে কেহ সভে করেন পিরীত-বৃন্দাবন দাস)। ৩ অবৈধ প্রণয়। {(তৎসম বা সংস্কৃত) প্রীতি>}
Closing this window will clear all results and return you back to the search section