Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পানা ১ Bengali definition [পানা] (বিশেষ্য) চিনিমিশ্রিত পানি; শরবত (দেখ মধুর রসের বলে গল্প যেন একদম চিনির পানা করে তুলিসনে-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) পানক>}
  • Bengali Word পানা ২ Bengali definition [পানা] (বিশেষ্য) শৈবাল জাতীয় এক প্রাকর জলজ উদ্ভিদ (কলঙ্ক পানায় সদা লাগে গায়-বড়ু চণ্ডীদাস)। পানা পুকুর (বিশেষ্য) শৈবালজাতীয় জলজ উদ্ভিদবিশিষ্ট পুকুল। (অদূরে একটি পানা পুকুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অদূরে একটি পানা পুকুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পর্ণ>}
  • Bengali Word পানা ৩ Bengali definition [পানা] (বিশেষ্য) প্রস্থ; বিস্তার (কাপড়ের পানা)। {(ফারসি) পানাহ্‌}
  • Bengali Word পানা ৪ Bengali definition [পানা] (বিশেষ্য) আশ্রয়। {(ফারসি) পানাহ}
  • Bengali Word পানা ৫ Bengali definition [পানা] তুল্যার্থবাচক বাংলা তদ্বিত প্রত্যয় (চাঁদপানা)। {(তৎসম বা সংস্কৃত) প্রায়>পারা>}
  • Bengali Word পানাই Bengali definition ⇒ পানই
  • Bengali Word পানানো Bengali definition [পানানো] (ক্রিয়া) ১ গাভীর স্তন দুগ্ধে পূর্ণ করার জন্য বাছুর দ্বারা স্তন আকর্ষণ (বাছুর না পানালে ‍দুধ পেতে কোথা-দীনবন্ধু মিত্র)। ২ দোহন। ৩ লোহার অস্ত্রাদিতে পাইন ধরানো। ৪ অস্ত্রাদি ধার করবার সময়ে পানি দিয়ে ভিজানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(প্রাকৃত)পণ্‌হঅ>}
  • Bengali Word পানাসক্ত Bengali definition [পানাশক্‌তো] (বিশেষণ) সুরাপানে আসক্ত; সুরাসক্ত; মদ্য পনানুরক্ত; মদ্যপ। {(তৎসম বা সংস্কৃত) পান+আসক্ত}
  • Bengali Word দীন ২, দীন আখেরী, দীনদার, দীনদুনিয়া, দীনদুনিয়ার মালিক, দীন-পানা Bengali definition দিন২
  • Bengali Word আলম্পানা , আলম্পনা Bengali definition [আলোম্‌পানা, আলোম্‌পনা] (বিশেষ্য) জাহাঁপনা; বাদশাহ (শুন শুন আলম্পানা বাদশা নামদার-সৈয়দ হামজা; উজীর কহিছে আলম্পনা সেলামত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)‘আলম + (ফারসি) পানাহ্‌}
  • Bengali Word কচুরিপানা Bengali definition [কোচুরিপানা] (বিশেষ্য) জলজ উদ্ভিদ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচরিকা>বাংলা কচুরি+(সাদৃশ্যার্থে) পানা=কচুরিপানা}
  • Bengali Word জাঁহাপনা, জাহাঁপনা, জাঁহান-পানা Bengali definition [জাঁহাপোনা, জাহাপোনা, জাহান্‌পানা] (বিশেষ্য) ১ পৃথিবীর আশ্রয়স্থল; প্রভু; loard । ২ মহারাজ; রাজাধিরাজ; সম্রাট; মুসলমান সম্রাটের প্রতি সন্বোধনবিশেষ (কহে জাঁহাপনা সেলামত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) জহান পনাহ্‌}
  • Bengali Word টোকাপানা Bengali definition [টোকাপানা] (বিশেষ্য) জলজ লতাবিশেষ (পুকুরের টোকা পানা)। {(তৎসম বা সংস্কৃত) ছোটিকা>টোকা+পানা}
  • Bengali Word ধানাইপানাই Bengali definition [ধানাইপানাই](বিশেষ্য) অসংবদ্ধ কথা; আবোলতাবোল; নানা অপ্রাসঙ্গিক উক্তি (সত্যের নাই ধানাইপানাই, সত্য যাহা সমজ তাই-কাজী নজরুল ইসলাম)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word পনাহ, পানাহ Bengali definition [পনাহ্‌, পানাহ্‌] (বিশেষ্য) আশ্রয় (আল্লাহর কাছে পানাহ চাই)। {(ফারসি) পানাহ্‌}
  • Bengali Word পানই, পানাই (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পানোই, পানাই] (বিশেষ্য) পাদুকা; খড়ম (মোজা পানই আর জিন নিরসয়ে অনুদিন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) উপানহ্‌}
Closing this window will clear all results and return you back to the search section