- Bengali Word পাঠান Bengali definition [পাঠান্] (বিশেষ্য) পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের মুসলমান গোত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পশ্তু>পখ্তুন>পট্টোন>}
- Bengali Word পাঠানো Bengali definition [পাঠানো] (ক্রিয়া) প্রেরণ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ডেকে পাটানো (ক্রিয়া) লোক পাঠিয়ে ডাকা। বলে পাঠানো (ক্রিয়া) লোক পাঠিয়ে সংবাদ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) প্র+ □ স্থা+ণিচ্=প্রস্থান>অথবা প্রেরণ/প্রস্থাপন> পাঠান; (তুলনীয়) (হিন্দি) পঠানা}
- Bengali Word পাঠান্তর Bengali definition [পাঠান্তর্] (বিশেষ্য) পাঠ্য বা লিখিত বিষয়ের ভিন্নরূপ; ভিন্ন বা স্বতন্ত্র পাঠ; variation of texts। {(তৎসম বা সংস্কৃত) পাঠ+ অন্তর; (নিত্য সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section