Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পরহেজ Bengali definition [পর্‌হেজ্‌] (ক্রিয়াবিশেষণ) ধর্মবিরোধী কাজ থেকে বিরত থাকা (পাকা মুসল্লির মত সকল বিষয়েই বেশ পরহেজ করিয়া চলে-কাজী ইমদাদুল হক)। □ (বিশেষ্য) সংযম; মিতাচার; অসৎকার্য সম্বন্ধে সাবধানতা। পরহেজগার (বিশেষ্য) কর্তব্যনিষ্ঠ; সাবধানী; সৎকর্মী। □ (বিশেষণ) ধর্মবিরোধী ক্রিয়াকলাপ থেকে বিরত থাকেন এমন; সংযমী মিতাচারী। পরহেজগারি (বিশেষ্য) ১ ধর্মবিরোধী কাজ থেকে বিরত থাকার কাজ; সংযম; মিতাচার। ২ কর্তব্যনিষ্ঠা। {ফরাসি পর্‌হেজ}
Closing this window will clear all results and return you back to the search section