Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নূর, নূরমহল, নূরানী Bengali definition ⇒ নূর
  • Bengali Word অনূর্ধ্ব Bengali definition [অনুর্‌ধো] (বিশেষণ) অনুচ্চ; উচ্চ নয়; অতিক্রম করেনি এমন; অনতিক্রান্ত (অনূর্ধ্ব দশ বছর)। {অন্ (নঞ্)+ঊর্ধ্ব; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কুহিনূর Bengali definition কোহিনুর
  • Bengali Word কোহিনুর,কোহিনূর Bengali definition [কোহিনুর] (বিশেষ্য) ১ ঐ নামের সুপ্রসিদ্ধ হীরক; মহামূল্য মণি। ২ ((আলঙ্কারিক)) সর্বপেক্ষা মূল্যবান পদার্থ (তোর কোহিনুর কাড়বে কে বল? -সত্যেন্দ্রনাথ দত্ত)। আলোর পাহাড়। ৪ গৌরবজনক ব্যক্তি। {( ফারসি)কোহেনূর}
  • Bengali Word নুর, নূর Bengali definition নুর, নূর [নুর্‌] (বিশেষ্য) ১ জ্যোতি; আলোক (হিদায়েতের নূর আজ আমায় পথ দেখিয়ে দিলে-এস. ওয়াজেদ আলী)। ২ দাড়ি (মোর ওমর বহুত হ’ল নুর (বিশেষ্য) পেকে গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। নুরমহল (বিশেষ্য) আলোর মহল (আজ থেকে নাম নুরমহল-সত্যেন্দ্রনাথ দত্ত)। নুরানি, নূরানী (বিশেষ্য) উজ্জ্বল; স্বর্গীয় আলোকপ্রাপ্ত (মওতের দেখা পাব অথবা আমার জিন্দিগানী প্রমুক্ত জ্ঞানের স্পর্শে হবে আজ রওশন নূরানী-ফররুখ আহমদ)। {(আরবি) নুর}
Closing this window will clear all results and return you back to the search section