Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নসীব Bengali definition ⇒ নসিব
  • Bengali Word নসিব, নছিব, নসীব Bengali definition [নোসিব, নছিব, নসিব] (বিশেষ্য) ভাগ্য; অদৃষ্ট; কপাল (মোদের নসিব বড় বুরা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর; কেমন নছিব তাঁর-রওশন ইজদানী)। নসিবের গর্দিশ/গর্দেশ (বিশেষ্য) ভাগ্য-বিড়ম্বনা। নসিবের ফের (বিশেষ্য) কপালের ফের; নিয়তি। খোসনসিব, খুশনসিব (বিশেষণ) সৌভাগ্যবান (আমার খোসনসীব যে আমি মুসলমান)। {(আরবি) নসিব}
Closing this window will clear all results and return you back to the search section