- Bengali Word নগদ Bengali definition [নগোদ্] (বিশেষ্য) ১ তৎক্ষণাৎ মূল্যদান; জিনিস ক্রয়ের সময়ে মূল্যদান; বাকির বিপরীত (নগদ বিক্রি; নগদ দিয়ে কেনা)। ২ উপস্থিত টাকা; মজুদ টাকা; খুচরা বা কাঁচা টাকা; যে টাকা চেক প্রভৃতিতে দত্ত নয়; cash (নগদ যা আছে আনো)। □ (বিশেষণ) সঙ্গে সঙ্গে দেয় বা প্রদানসাধ্য (নগদ টাকা হাতে থাকায় হিন্দুরা একই প্রক্রিয়ায় পুনর্গঠনের সে সুযোগ পান-আনিস চৌধুরী)। □ (ক্রিয়াবিশেষণ) (ব্যঙ্গার্থ) খুব বেশি; জবর (এ ছেলের তো বিদ্যা নগদ হইবে, এক বেলাতেই গ্রাম কাঁপিয়া গিয়াছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। নগদ খাজনা (বিশেষ্য) নির্ধারিত খাজনা। নগদ নারায়ণ (বিশেষ্য) (আলঙ্কারিক) নগদ টাকা। নগদ বিদায় (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) কাজ শেষ হওয়ার সাথে সাথে পারিশ্রমিক শোধ করে দেওয়া; নগদ টাকা দিয়ে বিদায়; উপস্থিত হওয়ামাত্র লেনদেন চুকিয়ে দেওয়া। ২ (আলঙ্কারিক) অপমান; প্রহার। নগদমূল্য (বিশেষ্য) জিনিস ক্রয়কালে দেওয়া সম্পূর্ণ মূল্য; ক্রয়কালে প্রদেয় মূল্য (নগদ মূল্যে কেনা কলম)। নগদা (বিশেষণ) ১ সঙ্গে সঙ্গে প্রদেয় (নগদা দাম)। ২ দেনাপাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদার এ ব্যবসা খুইয়ে ধারে স্বর্গ কিনবে কে-কাজী নজরুল ইসলাম)। ৩ নগদ মজুরি নিয়ে যে কাজ করে (নগদা মজুর)। নগদান (বিশেষ্য) (হিসাব) যে খাতায় নগদ খরচের হিসাব লেখা হয়; cash-book। নগদি (বিশেষ্য) ১ নগদ খাজনা আদায়কারী পাইক। ২ জমিদারের পাইক। □ (বিশেষণ) ১ নগদ মূল্যে ক্রীত বা ক্রেয়। ২ যে চাকর তার কাজের জন্য খোরপোশ বাবদ নগদ টাকাও নেয়। {(আরবি) নকদ্}
- Bengali Word নগদল, নগজদল Bengali definition [নগোদল্, নগজ্দল] (বিশেষ্য) হাতিসমূহ (মদকল নগদল চঞ্চল সভয়ে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নগ, নগজ+দল}
Closing this window will clear all results and return you back to the search section