Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • আপণ : দোকানদার; ব্যবসায়ী।
  • জীবন : জীবনকর্তন (বিশেষ্য) জীবন কাটানো বা অতিবাহন (কথার দোকানদারী করিয়া জীবন কর্ত্তন করাই গাজী মিয়ার জীবনের উদ্দেশ্য-মীর মশাররফ হোসেন)।
  • দর ২ : দর কষাকষি (বিশেষ্য) জিনিসের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি; দাম কমবেশি করার জন্য গ্রাহক ও দোকানদারের মধ্যে বাদানুবাদ।
  • -দার ২ : বৃত্তিযুক্ত কর্মচারী (দোকানদার, জমাদার)।
  • তহরি, তহুরি, তহরির : দোকানদার; খরিদ্দারের ভৃত্যকে যে বখশিশ দেওয়া হয়।
  • দোকান : দোকানদার, দোকানি, দোকানী (বিশেষ্য) দোকানের মালিক; পণ্য ব্যবসায়ী বা বিক্রেতা (অমধুর বাণী বলে সে দোকানী-বড়ু চণ্ডীদাস)।
  • পণ্য : দোকানদার।
  • পসারি, পশারী, পশারি : দোকানদার; পণ্যবিক্রেতা।
  • পেশা : ব্যবসাদারি; দোকানদারি।
  • রেয়ো, রেউয়া : [রেয়ো, রেউয়া] (বিশেষণ) রবাহূত; বিনা নিমন্ত্রণে উপস্থিত হয় এমন (ভারী দোকানদার, উড়ে ও বেহারা, রেয়ো ও গুলিখোরেরা কাঙ্গালির দলে মিশতে লাগলো-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।
  • বেসাত : দোকানদারী।
  • বেসাতি, বেসাতী : ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্‌দীন)।
  • ভেটেরা, ভাট্টারি : [ভেটেরা, ভাট্‌টারি] (বিশেষণ) সরইরক্ষক; ভাতের তথা আহার্যের দোকানদার।
Closing this window will clear all results and return you back to the search section