Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দাদ ১, দাউদ Bengali definition [দাদ্‌, দাউ্‌দ্‌] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ। {(তৎসম বা সংস্কৃত) দদ্রু>}
  • Bengali Word দাদ ২ Bengali definition [দাদ্‌] (বিশেষ্য) প্রতিশোধ; প্রতিহিংসা; অনিষ্টকারীর ক্ষতি সাধন (কাকে না কহিলে দাদ দিবেক ঈশ্বর-তোহ্‌ফা)। দাদ তোলা, দাদ নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ গ্রহণ করা। দাদ-ফরিয়াদ, দাদ-ফরেদ (বিশেষ্য) প্রতিকারের জন্য ফরিয়াদ; বিচারের জন্য নালিশ (এ খোদার মার এর তো কোন দাদ-ফরেদ নেই-কাজী আবদুল ওদুদ)। {(ফারসি) দাদ}
  • Bengali Word দাদখাই Bengali definition [দাদ্‌খাই্‌] (বিশেষ্য) বিচার প্রার্থনা। □ (বিশেষণ) বিচার প্রার্থনাকারী। {(ফারসি) দাদ্‌ খ রাহ্‌}
  • Bengali Word দাদখানি Bengali definition [দাদ্‌খানি] (বিশেষ্য) গৌড়ের কররানি-সুলতান দাউদ খানের নামে প্রসিদ্ধ সরু চালবিশেষ; দিনাজপুরে উৎপন্ন মিহি ও অতি উৎকৃষ্ট চাল। {(আরবি)দাউদ; (ফারসি) খান}
  • Bengali Word দাদন Bengali definition [দাদন] (বিশেষ্য) বায়না; দ্রব্যাদির অগ্রিম মুল্য বা মূল্যাংশ (যিনি নীলকরের কুঠীতে যাইয়া একবার দাদন লইয়াছেন, তাঁহার দফা একেবারে রফা হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। দাদন দার (বিশেষ্য) যে দাদন দেয়; দাদন দাতা। দাদনি, দাদনী (বিশেষণ) ১ যে কাজ বা দ্রব্যের জন্য দাদন দেওয়া আছে। ২ অগ্রিম প্রদত্ত অর্থাদি (দাদানি না দেয় এবে মহাজন সবে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) দাদল}
  • Bengali Word দাদরা, দাদ্‌রা Bengali definition [দাদ্‌রা] (বিশেষ্য) বাদ্যে হালকা তালবিশেষ (বাদলা হাওয়ায় তালবনা ঐ বাজায় চটুল দাদরা তাল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দর্দুর>}
  • Bengali Word দাদলানো, দাদালানো Bengali definition [দাদ্‌লানো, দাদালানো] (ক্রিয়া) প্রহারসহ হাঁকানি; মারতে উদ্যত হয়ে তাড়া করা (দাদালিয়া দাবড়ে চাটি চড় চাপড়ে কামড়ে পাড়ে হাতী ঘোড়া-ঘনরাম চক্রবর্তী)। দাদলি, দাদলিয়া (অসমাপিকা ক্রিয়া)প্রহার বা তাড়না করে (দাদলি দুহাতে দেনা-ঘনরাম চক্রবর্তী)। {(হিন্দি) দদ্‌ কর্‌না}
  • Bengali Word দাদা Bengali definition [দাদা] (বিশেষ্য) ১ পিতামহ; মাতামহ। ২ বড় ভাই। ৩ কনিষ্ঠভ্রাতা; পৌত্র; দৌহিত্র প্রভৃতিকে আদরের সম্বোধন। ৪ বয়োজ্যেষ্ঠ বা একদলভুক্ত ব্যক্তিকে সম্মানসূচক সম্বোধন। দাদা ঠাকুর (বিশেষ্য) হিন্দু সমাজে নিম্ন বর্ণের লোক কর্তৃক ব্রাহ্মণকে সম্বোধন। দাদাবাবু (বিশেষ্য) ১ (হিন্দুদের মধ্যে) বড় ভাইয়ের তুল্য শ্রদ্ধেয় প্রভু। ২ (হিন্দু সমাজে) বড় বোনের স্বামী। দাদা মহাশয়, দাদা মশাই, দাদা মশায় (বিশেষ্য) হিন্দু ব্যবহারে মাতামহ। দাদাশ্বশুর (বিশেষ্য) স্বামী কিংবা স্ত্রীর পিতামহ বা মাতামহ; শ্বশুরের পিতা বা পিতৃব্য। ঠাকুরদাদা (হিন্দু সমাজে) পিতামহ; পিতার পিতা। {(তৎসম বা সংস্কৃত) দায়াদ>; অথবা (তৎসম বা সংস্কৃত) তাত>তাদ;(হিন্দি) দাদা}
  • Bengali Word দাদাল Bengali definition [দাদাল্‌] (বিশেষ্য) তাড়া; প্রহার করার ভঙ্গি; হাঁকানো (কালুর নন্দনে দেখে দিলেক দাদাল-ঘনরাম চক্রবর্তী)। ⇒ দাদলানো
  • Bengali Word দাদালান, দাদালানো Bengali definition ⇒ দাদলানো
  • Bengali Word দাদালিয়া, দাদালে Bengali definition [দাদালে্‌] (বিশেষ্য) চড়-চাপড়; হস্ত দ্বারা আঘাত (দু হাতে দাদালে হানে যার লাগি পায়-ঘনরাম চক্রবর্তী)। ⇒ দাদলানো
  • Bengali Word দাদি, দাদী Bengali definition [দাদি] বিট্ট (স্ত্রীলিঙ্গ) পিতামহী; (বাঙালি হিন্দুসমাজে) ঠাকুরমা (কেমন হল নাচন দাদী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {দাদা+ই, ঈ}
  • Bengali Word দাদু ১ Bengali definition [দাদু] (বিশেষ্য) দাদার আদরসূচক শব্দ। {দাদা+উ}
  • Bengali Word দাদু ২, দাদূ Bengali definition [দাদু] (বিশেষ্য) ২ মধ্যযুগের একজন সাধক কবি। দাদুপন্থি (বিশেষ্য) মধ্যযুগের প্রসিদ্ধ কবি সাধক ও ভক্ত দাদুর মতাবলম্বী সম্প্রদায়বিশেষ। {(হিন্দি) দাদু}
  • Bengali Word দাদুর, দাদূর (পদ্যে ব্যবহৃত) Bengali definition [দাদুর্‌] (বিশেষ্য) ব্যাং; ভেক। দাদুরি, দাদুরী, দাদূরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভেকী; মাদি ব্যাঙ (নবজল মদে মত্ত ডাকায় দাদূর-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী; শোন্‌ গো কেবল দাদূর কি কয়-সত্যেন্দ্রনাথ দত্ত; দারুনী ডাউক দাদুরী ময়ূর চাতক নিনাদে ঘন-দৌখা; দাদূরী আঁধারে কাঁদেরে-সত্যেন্দ্রনাথ দত্ত; দাদুরী প্রমত্ত কনসার্টে খোলে রাত্রি মগ্নতার ভাঁজ-সানাউল হক)। {(তৎসম বা সংস্কৃত) দর্দূর>>(প্রাকৃত) দদ্দুর>}
  • Bengali Word করারদাদ Bengali definition [করার্‌দাদ্‌] (বিশেষ্য) মীমাংসিত বাক্য; সর্বসম্মত সংকল্প। {(আরবি) করার্‌ }
  • Bengali Word তাইদাদ Bengali definition তায়দাদ
  • Bengali Word তায়দাদ, তাইদাদ Bengali definition [তায়্‌দাদ্‌, তাইদাদ্‌] (বিশেষ্য) ১ সংখ্যা; পরিমাণ নির্ধারণ (জিনিষপত্রের অমন ঠিক ঠিক তায়দাদ করতে বুড়োরাও পারে না-নরেন্দ্রনাথ মিত্র)। ২ সীমা। ৩ জমির চৌহদ্দি বা চতুঃসীমার বিবরণ সংবলিত দলিল। {(আরবি)তা’দাদ }
  • Bengali Word অস্মাদাদি Bengali definition [অস্‌মোদাদি] (সর্বনাম) আমরা এবং আমাদের স্বশ্রেণীস্থ ব্যক্তিবর্গ (উক্ত ভাষা যে অস্মদাদির ভাষা নহে; তাহা বলা বাহুল্য-প্রথম চৌধুরী)। অস্মদীয় (বিশেষণ) আমাদের সম্বন্ধীয়; আমাদের। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ্+আদি}
  • Bengali Word কায়দাদুরস্ত Bengali definition [কায়্‌দাদুরস্‌ত্‌] (বিশেষ্য) নির্ভুল চালচলনযুক্ত; মার্জিত আচার-ব্যবহারসম্পন্ন (যেমন চেহারা তেমনি কথাবার্তা; তেমন কায়দা-দুরস্ত-সুকুমার রায়)। {(আরবি) কায়দাহ +(ফারসি) দরসত; ( তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জায়দাদ Bengali definition [জায়্‌দাদ্‌] (বিশেষ্য) ১ জমি প্রভৃতি সম্পত্তি; ভূসম্পত্তি। ২ ভূমিতে দখলি স্বত্ব। {(ফারসি) জায়দাদ্‌}
  • Bengali Word দাঁদুড়িয়া, দাঁদুড়ে, দাদুড়ে Bengali definition [দাঁদুড়িআ, দাঁদুড়ে, দাদুড়ে] (অসমাপিকা ক্রিয়া) দৌড়াদৌড়ি বা দাপাদাপি করে (দাদুড়ে বেড়াইতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) দুর্দান্ত>}
  • Bengali Word ফোপর-দাদাল Bengali definition ফপর-দালাল
  • Bengali Word রোয়েদাদ Bengali definition [রোয়েদাদ্‌] (বিশেষ্য) ভাগ-বাটোয়ারার বন্টনের বিবরণ; কার্যবিবরণী। {(ফারসি) রুৱদাদ}
Closing this window will clear all results and return you back to the search section