Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word দরবার Bengali definition [দর্‌বার্‌] (বিশেষ্য) ১ রাজসভা; royal court (দরবারে বার দিলে তুমি রইলে নাকো পর্দাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সভা (পাঁচ পুত্র সঙ্গে গেল রাজদরবার-ঘনরাম চক্রবর্তী)। ৩ উচ্চ বা অভিজাত ব্যক্তির বৈঠকখানা বা কাছারি ঘর; ঐরূপ ব্যক্তি কর্তৃক আহূত সভা। ৪ আদালত; বিচারালয়। ৫ কোনো বিষয়ে তদবির আবেদন বা আলোচনা (ইনিই রাজা গণেশ, এঁকে যা দরবার করতে হয় কর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দরবারি, দরবারী (বিশেষ্য) ১ রাগিণীবিশেষ; সঙ্গীতের সুরবিশেষ। ২ যে দরবার করে বা দরবারে আসা-যাওয়া করে; দরবারে গমানাগমনকারী (দরবারীরা আসছে তোমার দরবারেতে করছে ভিড়-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) দরবারের যোগ্য বা দরবারে ব্যবহৃত (দরবারি কায়দা, দরকারি পোশাক)। দরবারি কানাড়া (বিশেষ্য) সঙ্গীতের একপ্রকার সুর। {(ফারসি) দরবার}
Closing this window will clear all results and return you back to the search section