Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word থানা Bengali definition (বিশেষ্য) ১ অবস্থান বা বাসস্থল; আশ্রয়স্থান (সৈন্যের থানা)। ২ সৈন্য সমাবেশ; ছাউনি; শিবিরে সন্নিবেশ (চারিধার ঘিরিয়া রাজকটকের থানা-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৩ পুলিশের দপ্তর; কোতোয়ালি। থানাজাত (বিশেষণ) অবস্থানরত; আস্তানা গেড়ে আছে এমন (থানাজাতে সৈন্য মুরচাবন্দি করিয়া-রাজশেখর বসু (পরশু))। থানাদার (বিশেষ্য) পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা, পুলিশের সাব-ইন্সপেক্টর। থানা দেওয়া (ক্রিয়া) ১ যুদ্ধ করার জন্য সসৈন্যে অবস্থান বা অবরোধ করা (থানা দিয়া পূর্ব্ব দ্বারে-মাইকেল মধুষূদন দত্ত)। থানা পুলিশ করা (ক্রিয়া) ১ সাহায্য লাভের জন্য পুনঃপুন ও বারংবার থানায় যাওয়া আসা। ২ মামলা মোকদ্দমা করা। {স্থান> থান+(বাংলা) আ}
Closing this window will clear all results and return you back to the search section