- Bengali Word তে ১ Bengali definition [তে] (বিশেষণ) ত্রি; তিনসংখ্যক (তেতালা, তেকাঠা)। তেআঁটিয়া, তেএঁটে (বিশেষ্য) ১ তিন আঁটিযুক্ত (গ্রাসগুলি তোলে যেন তেআঁটিয়া তাল-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ২ ত্রিশিরাযুক্ত। ৩ কুদর্শন। ৪ বদমাশ; ধূর্ত। তেকাঁটা, তেকাটা (বিশেষ্য) ১ ত্রিশিরা; কাঁটা গাছবিশেষ। ২ মসন্ সিজের গাছ। তেকাঠা (বিশেষ্য) ১ তিন খণ্ড কাঠে তৈরি ত্রিকোণ আধারবিশেষ (একটি ছাগল বেড়ার ভেতর গলা ঢোকবার চেষ্টা করছিল কিন্তু তার গলায় তেকাঠা বাঁধা-খগেন্দ্রনাথ মিত্র)। ২ গাছে যে স্থানে তিনটি ডাল বের হয় (তেকাঠাতে কুরুল্লার বাসা-প্রবাদ)। □ (বিশেষণ) বিপদসঙ্কুল স্থান (তেকাঠায় আটকানো)। তেকোনা (বিশেষণ) ত্রিকোণাকার; তিন কোণযুক্ত। □ (বিশেষ্য) সিঙ্গাড়া নামক খাদ্য। তে-খাঁজ (বিশেষ্য) তিনটি খাঁজ বা ভাঁজ-বিশিষ্ট (তেখাঁজ একটি পৈতৃক ভূঁড়ি রোজ প্রায় একপো তেল খায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। তেচোখা (বিশেষণ) ১ তিন চক্ষুবিশিষ্ট। □ (বিশেষ্য) তেপায়া। তেতলা, তেতালা১ (বিশেষ্য) অট্টালিকাদির তৃতীয় তল; ত্রিতলে অবস্থিত ঘর। □ (বিশেষণ) তিনটি তলবিশিষ্ট; ত্রিতল। তেতালা২ (বিশেষ্য) সঙ্গীতের তালবিশেষ (ঢিমে তেতালা)। তেতাস (বিশেষ্য) ১ তাসের একপ্রকার জুয়া খেলা; যাতে প্রত্যেক খেলোয়াড় তিনখানি করে তাস পায়। ২ তিন তাসের খেলা; ফ্লাস খেলা। তেথর (বিশেষ্য) তিন স্তর বা থাক। তিন স্তবক। তেথরি (বিশেষণ) তিন স্তর করে (তেথরি বেষ্টিত তায়-ঘনরাম চক্রবর্তী)। তেপথ (বিশেষ্য) ত্রিপথ; তিন রাস্তা (রানী তেপথের ধূলা এলাইয়া ভাসাইয়া দিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। তেপায়া (বিশেষ্য) তিন পায়াবিশিষ্ট টেবিল; টিপয়। তেমাথা (বিশেষ্য) তিনটি পথের সংযোগস্থল। তিমেটে (বিশেষণ) তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। তেমোহনা (বিশেষ্য) ১ তিনটি নদীর মিলনস্থল। ২ মনসা গাছবিশেষ। তেশন্নি (বিশেষ্য) ১ উপর নিচ ও পার্শ্ব-এই তিন দিকে শূন্য স্থান। ২ আকাশ। তেশন্নির দশা (বিশেষ্য) অবলম্বনহীন অবস্থা। তেশিরা (বিশেষণ) তিনটি শিরযুক্ত বা পলযুক্ত (তেশিরা কাচের ভিতর দিয়া দেখিলে সূর্যের আলোতে সাতরঙা ছটা দেখা যায়-আআশ)। {(তৎসম বা সংস্কৃত) ত্রি>}
- Bengali Word তেই Bengali definition ⇒ তেঁই
- Bengali Word তেইশ Bengali definition [তেইশ্] (বিশেষ্য) (বিশেষণ) ২৩ সংখ্যা বা সংখ্যক। তেইশা, তেইশে (বিশেষ্য) (বিশেষণ) মাসের তেইশ তারিখ বা তারিখের। {(তৎসম বা সংস্কৃত) ত্রয়োবিংশ>}
- Bengali Word তেউ Bengali definition [তেউ] (অব্যয়) তবুও; তথাপি (সব আছে তেউ ঘুচবে না তোর খুঁৎখুঁতে এই স্বভাব কি?-আমোকা)। {(তৎসম বা সংস্কৃত) তথাপি>}
- Bengali Word তেউটে Bengali definition [তেউটে] (বিশেষ্য) খেসারি; কয়েক প্রকারের মিশ্রিত ডাল। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুট>}
- Bengali Word তেউড়, তেড় Bengali definition [তেউড়্, তেড়্] (বিশেষ্য) ১ কলাগাছের মূল হতে নবজাত চারা। ২ চারাগাছ; পোয়া। তেউড়ি (বিশেষ্য) এক প্রকার লতা। {(তৎসম বা সংস্কৃত) তির্যক্>তেরচা>তের>তেড়}
- Bengali Word তেউনি Bengali definition [তেউনি] (বিশেষ্য) তেনা; ছিন্ন বস্ত্র; কাপড়ের টুকরা। {(তৎসম বা সংস্কৃত) তুন্ন (ছিন্নবস্ত্র)>?}
- Bengali Word তেএঁ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেএঁ] (অব্যয়) তা দিয়ে। {(তৎসম বা সংস্কৃত) তেন>}
- Bengali Word তেওড় ১ Bengali definition [ত্যায়োড়্] (বিশেষ্য) খেসারি কলাই। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুট>}
- Bengali Word তেওড় ২, তেওড়া Bengali definition [ত্যায়োড়্, ত্যাওড়া] (বিশেষণ) ১ বাঁকা; কুটিল; তোবড়া। ২ বক্রতা। তেওড়ানো, তেওড়ান (ক্রিয়া) ১ বাঁকা করা বা বাঁকা হওয়া; বেঁকে যাওয়া। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) তির্যক+তেরচা>তেওড়}
- Bengali Word তেওয়ারি, তিয়ারী Bengali definition ⇒ ত্রিবেদী
- Bengali Word তেওর Bengali definition [ত্যায়োর্] (বিশেষ্য) মৎস্য ব্যবসায়ী জাতি (বাউরী চামার কাওরা তেওর পাটনী কোটাল কপালী মালো-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তীবর>}
- Bengali Word তেওরা Bengali definition [ত্যাওরা] (বিশেষ্য) (সনৃ) তালের নাম বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুট>}
- Bengali Word তে ১ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেঁ] (সর্বনাম) তার (তেঁ সহ্মে চোরায়ল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) তে>}
- Bengali Word তে ২, তেঁউ, তেঁএ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেঁ, তেঁউ, তেঁএ] (অব্যয়) তার জন্য; তজ্জন্য; সে কারণে। {(তৎসম বা সংস্কৃত) তেন>}
- Bengali Word তেঁই, তেই, তেঞি, তেঁসি Bengali definition ((মধ্যযুগীয় বাংলা)) [তেঁই, তেই, তেয়ি, তেঁসি] (অব্যয়) তাই; তজ্জন্য (রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেঁই আমি-মাইকেল মধুষূদন দত্ত; তেঁসি না বুঝসি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) তস্মাৎ>}
- Bengali Word তেঁউ, তেঁএ Bengali definition ⇒ তেঁ২
- Bengali Word তেওরা Bengali definition [ত্যাওরা] (বিশেষ্য) (সনৃ) তালের নাম বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ত্রিপুট>}
- Bengali Word তেঁই, তেই, তেঞি, তেঁসি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [তেঁই, তেই, তেয়ি, তেঁসি] (অব্যয়) তাই; তজ্জন্য (রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেঁই আমি-মাইকেল মধুষূদন দত্ত; তেঁসি না বুঝসি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) তস্মাৎ>}
- Bengali Word তেঁউ, তেঁএ Bengali definition ⇒ তেঁ২
- Bengali Word তেঁতুল Bengali definition [তেঁতুল্] (বিশেষ্য) টক স্বাদযুক্ত ফলবিশেষ বা তার গাছ। তেঁতুলে (বিশেষণ) ১ তেঁতুলের মতো চেহারাযুক্ত। ২ অতিময় টক স্বাদবিশিষ্ট। ৩ ((আলঙ্কারিক)) পাজি; দুষ্ট; বদমাশ (তেঁতুলে লোক)। তেঁতুলে বিছা (বিশেষ্য) তেঁতুলের ন্যায় গাঁঠযুক্ত বিছা। {(তৎসম বা সংস্কৃত) তিন্তিড়ী, তিন্তিলী> (মধ্যযুগীয় বাংলা)তিতৈল>}
- Bengali Word তেঁতো Bengali definition [তেঁতো] (বিশেষ্য) পাটের আঁশ দ্বারা প্রস্তুত চিকন শক্ত দড়ি (পাটের গোছা হইতে আঁশ লইয়া লইয়া তেঁতো কাটিতেছিল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) তন্তু>}
- Bengali Word তেঁদড়, তেঁদড়া, ত্যাঁদড়, ত্যান্দোড় Bengali definition [ত্যাদোড়্, ত্যাঁদ্ড়া, ত্যাঁদোড়্, ত্যান্দোড়্] (বিশেষণ) ১ দুষ্ট (যত বড় আমলা; যত বড় তেঁদড়া, যত বড় বেদড়া হউন না কেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ধৃষ্ট; লজ্জাশূন্য; নির্লজ্জ; বেহায়া। ৩ শঠ; ধূর্ত (আমি জানি ও ঠাহুর ভারি ত্যান্দোড়-কাজী ইমদাদুল হক)। ৪ ছেঁচড়; ছেঁচড়া। তেঁদড়ামি (বিশেষ্য) দুষ্টামি; শয়তানি (এটি তারই তেঁদড়ামি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) ছিত্বর>চ্যাঁদড়>তেঁদড়}
- Bengali Word তেঁসি Bengali definition ⇒ তেঁট
- Bengali Word তেকাঁটা Bengali definition [তেকাঁটা] (বিশেষ্য) তিন শিরাযুক্ত মনসা গাছ। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকণ্টক>; (দ্বিগু সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section