- Bengali Word তিল Bengali definition [তিল্] (বিশেষ্য) ১ অতি ক্ষুদ্র শস্যবিশেষ যা থেকে তেল হয়। ২ শরীরে তিলের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র চিহ্নবিশেষ। ৩ এক কড়ার আশি ভাগের এক ভাগ। ৪ অত্যল্প পরিমাণ (আমি এই ঘটনার তিলমাত্র জানি না)। ৫ মুহূর্ত; সূক্ষ্ম পরিমাণ; সামান্যতম অংশ (এতেক সৃজিতে তিল না হৈল বিলম্ব-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) বিন্দুমাত্র; অতি সামান্যমাত্র (তিল ঠাঁই আর নাহিরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। তিল কাঞ্চন (বিশেষ্য) হিন্দুমতে তিল ও সামান্য স্বর্ণের দ্বারা মাতা-পিতার শ্রাদ্ধ; অল্পব্যয়সাধ্য শ্রাদ্ধ (কোনো মতে তিল কাঞ্চন করা)। তিল কাঞ্চুনে (বিশেষণ) কৃপণ (কোন পান্সিখানিতে এক তিল কাঞ্চুনে নবশাখ বাবু পিসাতুতো ভাই ...... নিয়ে চলেছেন-কালীপ্রসন্ন সিংহ)। তিলকুটা, তিল কুটো, তিলকট (বিশেষ্য) ১ তিল চূর্ণে প্রস্তুত মিষ্টান্ন। ২ তিলের গুড়াঁ; তিলচূর্ণ। তিলকে তাল করা (ক্রিয়া) অতিরঞ্জিত করা; অত্যন্ত বাড়িয়ে বলা। তিল তুলসী (বিশেষ্য) হিন্দুদের নিকট অতি পবিত্র তিল ও তুলসী; বিশুদ্ধদান অনুষ্ঠানের বিশেষ উপকরণ (শ্যাম অনুরাগে এ তনু বেচিনু তিল তুলসী দিয়া-বড়ু চণ্ডীদাস; দেই তুলসী তিল-বিদ্যাপতি)। তিলমাত্র, তিলার্ধ, একতিল (বিশেষ্য) ১ সামান্যতম অংশ (গাড়িতে তিলার্ধ জায়গা নেই-রাজশেখর বসু (পরশু))। □ (ক্রিয়াবিশেষণ) ক্ষণকাল; ক্ষণমাত্র (সে তিলমাত্র দাঁড়ায়নি)। ২ একটুও; সামান্যতম; বিন্দুমাত্র (তিলমাত্র ভালোবাসা)। তিলে তিলে (ক্রিয়াবিশেষণ) অল্পে অল্পে; একটু একটু করে বা অতি সামান্য (তিলে তিলে ক্ষয় হয়)। {(তৎসম বা সংস্কৃত) √তিল্+অ(অক)}।
- Bengali Word তিলক Bengali definition [তিলক্] (বিশেষ্য) ১ বৈষ্ণব ধর্মমত অনুসারে ললাট বাহু ইত্যাদি দেহের দ্বাদশ স্থানে ধারণীয় চন্দন প্রভৃতির ফোঁটা বা চিহ্ন (তিলতক কাটা)। ২ শরীরের তিল। □ (বিশেষণ) অলঙ্কার বা ভূষণ স্বরূপ; শ্রেষ্ঠ; সর্বোৎকৃষ্ট (কুলতিলক)। তিলক কাটা, তিলক পরা (ক্রিয়া) ১ অঙ্গে তিলক আঁকা। ২ তিলক ধারণ করা। তিলক মাটি (বিশেষ্য) ১ যে মাটি দ্বারা তিলক আঁকা হয়। ২ গঙ্গামৃত্তিকা। তিলক সেবা, তিলক ছাপা, তিলক ছাবা (বিশেষ্য) ১ বৈষ্ণব কর্তৃক অঙ্গের বিভিন্ন নির্দিষ্ট স্থানে তিলক চিহ্ন ধারণ। ২ তিলকচর্চা। তিলকা (বিশেষ্য) দেহে চন্দন ইত্যাদি দ্বারা অঙ্কিত তিল ফুলের ন্যায় চিহ্নবিশেষ (অলকা তিলকা)। তিলকী (-কিন্) (বিশেষণ) তিলকধারী। {(তৎসম বা সংস্কৃত) তিল+ক(কন্)}
- Bengali Word তিলসাগরি Bengali definition [তিল্সাগোরি] (বিশেষ্য) এক প্রকার খাদ্য যা তিল দ্বারা তৈরি হয়। {(তৎসম বা সংস্কৃত) তিল+(বাংলা) সাগর+ই}
- Bengali Word তিলাওত, তেলাওয়াত Bengali definition [তিলায়োত্, তেলাওয়াত্] (বিশেষ্য) ১ পাঠ; আবৃত্তি; সম্ভ্রম সহকারে কোরআন পাঠ (পবিত্র কোরান তেলাওয়াতের পর-আবদুর রশীদ ওয়াসেকপুরী)। {(আরবি)তিলারত }
- Bengali Word তিলাখাজা, তিলেখাজা Bengali definition [তিলাখাজা, তিলেখাজা] (বিশেষ্য) তিলযুক্ত খাজা নামক মিষ্টান্ন। {(তৎসম বা সংস্কৃত) তিল+খাজা}
- Bengali Word তিলাঞ্জলি, তিলাঞ্জলী Bengali definition [তিলান্জোলি্] (বিশেষ্য) ১ হিন্দুমতে মৃত আত্মার তৃপ্তির জন্য তিল ও জল দ্বারা তর্পণ। ২ ((আলঙ্কারিক)) সম্পূর্ণ সম্পর্ক ত্যাগ (মনেতে করেছি, কুলে দিব তিলাঞ্জলি-বড়ু চণ্ডীদাস)। ৩ বিদায় (আজী লাজক দিআঁ তিলাঞ্জলী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) তিল+অঞ্জলি}
- Bengali Word তিলার্ধ Bengali definition ⇒ তিল
- Bengali Word তিলি Bengali definition ⇒ তেলি
- Bengali Word তিলিছমাত Bengali definition ⇒ তেলেসমাত
- Bengali Word তিলিয়া, তিলুয়া Bengali definition [তিলিয়া, তিলুয়া] (বিশেষ্য) ১ তিলযুক্ত; তিলের মতো চিহ্নযুক্ত। ২ তিলের লাড়ু। ৩ তিল দ্বারা তৈরি পিষ্টক। {(তৎসম বা সংস্কৃত) তিল+(বাংলা) ইয়া, উয়া}
- Bengali Word তিলিসমাত Bengali definition ⇒ তেলেসমাত
- Bengali Word তিলী Bengali definition ⇒ তেলী
- Bengali Word তিলে Bengali definition [তিলে] (বিশেষণ) তিলমিশ্রিত (তিলে খাজা)। {(তৎসম বা সংস্কৃত) তিল+(বাংলা) ইয়া>এ}
- Bengali Word তিলেক Bengali definition [তিলেক্] (বিশেষণ) ১ এক তিল পরিমাণ; সামান্য অংশ। ২ অত্যন্ত অল্প; অতিসামান্য; বিন্দুমাত্র (তিলেক সুখ)। □ (ক্রিয়াবিশেষণ) ১ ক্ষণমাত্র; অল্পক্ষণ; মুহূর্ত (তিলেক ফুরসত নেই-মনোজ বসু)। ২ অতিসামান্য; একটুও; বিন্দুমাত্র (তিলেক ভালোবাসা)। {(তৎসম বা সংস্কৃত) তিল+(বাংলা) এক}
- Bengali Word তিলেখাজা Bengali definition ⇒ তিলাখাজা
- Bengali Word তিলোত্তমা Bengali definition [তিলোত্তমা] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণ মতে সুন্দ ও উপসুন্দকে বিনষ্ট করার অভিপ্রায়ে সৃষ্টির যাবতীয় সৌন্দর্য থেকে তিল তিল করে আহৃত উৎকৃষ্ট অংশ দ্বারা সৃষ্ট অপ্সরাবিশেষ। ২ স্বর্গের পরমাসুন্দরী অপ্সরা। ৩ ((আলঙ্কারিক)) অতি সুন্দরী নারী। {(তৎসম বা সংস্কৃত) তিল+উত্তম+আ(টাপ্)}
- Bengali Word তিলোদক Bengali definition [তিলোদক্] (বিশেষ্য) তিলমিশ্রিত জল বা পানি। {(তৎসম বা সংস্কৃত) তিল+উদক}
- Bengali Word কাতেল , কাতিল Bengali definition [কাতেল্, কাতিল্] (বিশেষ্য) হন্তা; ঘাতক; হত্যাকারী (তোমার বক্ষ দেখিলেই জানিতে পারিব যে তুমি আমার কাতেল কিনা- মীর মশাররফ হোসেন)। {(আরবি) কাতিল}
- Bengali Word দন্তাল, দন্তিল Bengali definition [দন্তাল্, দোন্তিল্] (বিশেষণ) দাঁতাল (দণ্ডিত হাসি হাসতে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দন্ত+(বাংলা) আল/ইল}
- Bengali Word অলকাতিলক , অলকাতিলকা Bengali definition [অলোকাতিলোক, অলোকাতিলোকা] (বিশেষ্য) চন্দন দ্বারা মুখমণ্ডলের সজ্জা; তিলক ফোঁটা; পত্রলেখা (রূপের পেয়ালার গায়ে-গায়ে এরা ছায়া ফেলে অলকাতিলকার মত থাকলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত ) অলকা+তিলক, +(বাংলা) আ}
- Bengali Word আলকে - তিলক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আলোকেতিল্ক্] (বিশেষ্য) চুলের নীচে কপালে কুঙ্কুমাদি রচিত তিলক (আলকেতিলক চড়ায় কাজল নয়নে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অলক>আলক+ তিলক}
- Bengali Word ইখতিলাফ Bengali definition ⇒ এখতেলাফ
- Bengali Word ইত্তিলা Bengali definition ⇒ এত্তেলা
- Bengali Word এখতেলাফ, ইখতিলাফ Bengali definition [এখ্তেলাফ্, ইখ্তিলাফ্] (বিশেষ্য) পার্থক্য; অনৈক্য; মতভেদ। {আরবি ইখ্তিলাফ }
- Bengali Word এত্তেলা, এতেলা, ইত্তিলা Bengali definition [এত্তেলা; এতেলা, ইত্তিলা] (বিশেষ্য) সংবাদ; খবর; নোটিস (এই সময়ে সাহেবের এত্তেলা পেয়ে বলাই মনে মনে একটু বিরক্তই হয়-আবু জাফর শামসুদ্দীন; হজুরতক এ বিষয় এত্তলা করে না –রামরাম বসু; হাসিয়া তাহার এজাহার নিয়ে প্রথম এতালা কাটি-রজনীকান্ত সেন)। এত্তেলানামা (বিশেষ্য) সমন; বিজ্ঞাপন; লিপিবদ্ধ বর্ণনা। {আরবি ইত্তিলা}
Closing this window will clear all results and return you back to the search section