Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তালিম, তালীম Bengali definition [তালিম] (বিশেষ্য) ১ শিক্ষা; উপদেশ; জ্ঞানদান (আমানউল্লাহ তালিম পেয়ে কাফির হয়ে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ শিক্ষিত; উপদিষ্ট; trained (ইহারা সকলেই আমার কাছে তালিম হইয়াছে-ভবা)। ৩ চর্চা; অভ্যাস (যে কয়দিন আমাদের অভিনয়ের তালিম চলছিল-সুকুমার রায়)। তালিম আলিম (বিশেষ্য) ছাত্র; বিদ্যার্থী (আমি বৃদ্ধ ফকীরেরে বহুতর তালিম আলিম বলি করেন্ত আদর-সৈয়দ আলাওল)। {(আরবি)তালীম}
  • Bengali Word তালিমি, তালিমী Bengali definition [তালিমি] (বিশেষণ) তালিম বা শিক্ষা-বিষয়ক। {(আরবি)তালীমী}
Closing this window will clear all results and return you back to the search section