- Bengali Word তারক Bengali definition তারক [তারোক্] (বিশেষণ) পারকর্তা; উদ্ধারকারী; রক্ষক। □ (বিশেষ্য) ১ কর্ণধার; মাঝি। ২ ভেলা; ক্ষুদ্র নৌকা। ৩ নক্ষত্র। ৪ চোখের তারা। ৫ অসুরবিশেষ। তারিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। তারকনাথ (বিশেষ্য) হিন্দু দেবতা শিব। তারকব্রহ্ম (বিশেষ্য) হিন্দুমতে ওঁশ্রীরামরাম বা ওঁ শ্রী রামায় নমঃ-এই ছয় অক্ষরযুক্ত মহামন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+ণিচ্>√তারি+অক(ণ্বুল্)}
Closing this window will clear all results and return you back to the search section