- Bengali Word তরিবয়ত Bengali definition [তর্বিয়ত্] (বিশেষ্য) শিক্ষা-দীক্ষা; সভ্যতা-ভব্যতা; আদব-কায়কোবাদদা। {(আরবি)তারবিয়ত}
- Bengali Word তরি, তরী ২ Bengali definition [তোরি] (বিশেষ্য) তরণী; নৌকা; ডিঙ্গা ইত্যাদি (আমি ভরা তরী করি ভরাডুবি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+ই, ঈ}
- Bengali Word তরিক Bengali definition [তোরিক্] (বিশেষ্য) খেয়াঘাটের শুল্ক আদায়কারী। {(তৎসম বা সংস্কৃত) তর+ইক(ঠন্)}
- Bengali Word তরিকা ১ Bengali definition [তোরিকা] (বিশেষ্য) ১ ছোট নৌকা। {(আরবি)তরিকাহ}
- Bengali Word তরিকা ২, তরীকা Bengali definition [তোরিকা] (বিশেষ্য) পদ্ধতি; পথ; পন্থা; নিয়ম; প্রণালি (চার তরিকা মানিয়া চলিতে হয়-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি)তরীকাহ }
- Bengali Word তরিত Bengali definition [তোরিতো] (বিশেষণ) পার হয়েছে এমন; পার করে দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+ত(ক্ত)}
- Bengali Word তরিত্র Bengali definition [তোরিত্ত্রো] (বিশেষ্য) ১ যার সাহায্যে পার হওয়া যায়। ২ নৌকা প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) তরি+ √ত্রৈ+অ(ক)}
- Bengali Word তরিতরকারি Bengali definition ⇒ তরকারি
- Bengali Word তরিবৎ Bengali definition ⇒ তরিবত
- Bengali Word তরিবত, তরিবৎ Bengali definition [তোরিবত্] (বিশেষ্য) ১ শিক্ষা; তালিম। ২ আদব কায়দা (এদের কেউই কাশী কিংবা লক্ষ্ণৌয়ের মত তরিবৎ করে জিনিষটার রস উপভোগ করতে জানে না-সৈয়দ মুজতবা আলী)। ৩ উপদেশ। {(আরবি)তার্বিয়ত }
- Bengali Word ছতরি Bengali definition [ছোত্রি] (বিশেষ্য) ১ গাড়ি ইত্যাদির ছাদ বা চাল। ২ নৌকার ছই। ৩ মশারি টাঙাবার কাঠামো বা ফ্রেম। ৪ ছাতা। {(তৎসম বা সংস্কৃত) ছত্র>ছত্তর>ছতর+ই}
- Bengali Word দস্তুরি, দস্তুরী, দস্তরি Bengali definition [দোস্তুরি, দোস্তুরি, দস্তোরি] (বিশেষ্য) ১ মূল্যের যে অংশ ছেড়ে দেওয়া হয়; discount। ২ দালালি; কমিশন; খরিদ্দার জুটাবার পারিশ্রমিক বাবদ প্রাপ্য দ্রব্যাদির মূল্যের অংশবিশেষ (পেমেন্টের সময় দাওয়ানজী শতকরা দু’টাকার হিসাবে দস্তুরী কেটে ন্যান-কালীপ্রসন্ন সিংহ; তা বোন দস্তরিটা কত (বিশেষ্য) হ’বে-জগলুল হায়দার আফরিক)। {(ফারসি) দস্তুরি}
- Bengali Word দুত্তরি, দুত্তরি Bengali definition [দুত্তোরি] (অব্যয়) ধ্যাৎ; দূর হোক (ঐ গহন বনের পথটি ঘুরে আসছে দূরে কচিপাতা দুত্তরি-কাজী নজরুল ইসলাম)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word অন্তরিক্ষ , অন্তরীক্ষ Bengali definition [অন্তোরিক্খো] (বিশেষ্য) আকাশ; গগন। অন্তরিক্ষচারী (বিশেষণ) আকাশচারী; গগনবিহারী।অন্তরিক্ষবাসী (বিশেষণ) আকাশবাসী। অন্তরিক্ষবাসিনী (স্ত্রীলিঙ্গ)। অন্তরিক্ষমণ্ডল (বিশেষ্য) নভোমন্ডল; বায়ুমন্ডল। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ+√ঈক্ষ্+অ(অচ্); ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অন্তরিত Bengali definition [অন্তোরিতো] (বিশেষণ) ১ অন্তর্হিত; লুক্কায়িত। ২ আবৃত; আচ্ছন্ন। ৩ অপসারিত; দূরীভূত। ৪ ভিতরকার; মনোগত; অন্তরস্থিত (ফাটি অন্তরিত রাগে-মাইকেল মধুসূদন দত্ত)। ৫ সরকারি আদেশে নির্দিষ্ট স্থানে আবদ্ধ। অন্তরণ (বিশেষ্য) নির্দিষ্ট স্থানে আবদ্ধকরণ; internment। অন্তরীণ (বিশেষ্য) নির্দিষ্ট স্থানে নজরবন্দী internee (স্বপ্নে সময় অন্তরীণ-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+√ই+ত(ক্ত)}
- Bengali Word অন্তরিন্দ্রিয় Bengali definition [অন্তোরিন্দ্রিয়ো] (বিশেষ্য) মন; হৃয়। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ+ইন্দ্রিয়}
- Bengali Word আন্তরিক , আন্তর Bengali definition [আন্তোরিক্, আন্তোর্] (বিশেষণ) ১ অকপট; অকৃত্রিম; প্রকৃত; ঐকান্তিক। ২ মনোগত; মানসিক। ৩ অন্তঃকরণ সম্বন্ধীয়; হৃদয়জাত; হৃদ্য। ৪ আভ্যন্তরিক। আন্তরিকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর+ইক, অ (অণ্)}
- Bengali Word আন্তরীক্ষ , আন্তরিক্ষ Bengali definition [আন্তোরিক্খো] (বিশেষণ) ১ আকাশ সম্বন্ধীয়। ২ আকাশ থেকে আগত (আন্তরীক্ষ বাণী)। □ (বিশেষ্য) আকাশ; মেঘজল। অন্তরীক্ষ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্তরীক্ষ+অ (অণ্)}
- Bengali Word আভ্যন্তর , আভ্যন্তরিক , আভ্যন্তরীণ Bengali definition ⇒ অভ্যন্তর
- Bengali Word কর্তরিকা , কর্তরী Bengali definition [কর্তোরিকা, কর্তোরি] (বিশেষ্য) কাটারি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ+অর(অরন্)+ঈ(ঙীষ্)+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word কলহান্তরিতা Bengali definition [কিলোহান্তোরিতা] (বিশেষ্য) যে নায়িকা নায়কের সঙ্গে কলহ বা ঝগড়া করে দুরে থেকে অনুতাপ করে, তাকে ‘কলহান্তরিতা’ বলে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলহ+আন্তরিতা; ৩ (তৎপুরুষ সমাস); অথবা সুপ্সুপা; কলহ+অন্তর+ইত্(ইতচ্)}
- Bengali Word দপ্তর, দপ্তরখানা, দপ্তরি, দপ্তরী Bengali definition ⇒ দফতর
- Bengali Word দস্তরি Bengali definition ⇒ দস্তুরি
- Bengali Word তরকারি, তরকারী, তরি-তরকারি Bengali definition [তর্কারি, তর্কারি, তরি-তর্কারি] (বিশেষ্য) ১ আনাজ; ব্যঞ্জন রন্ধনের উপুক্ত শাকসবজি ইত্যাদি; vegetable; ফলমুল। ২ ব্যঞ্জন; রাঁধা তরকারি। {(ফারসি) তরহ্, তা. কারি}
- Bengali Word তশতরি, তশতরী Bengali definition [তশ্তোরি] (বিশেষ্য) ছোট রেকাবি; পিরিচ (চালের ফিরনী তশ্তরী ভরি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) তাশ্ত; (ফারসি) অথবা তশ্তফী}
Closing this window will clear all results and return you back to the search section