- Bengali Word -জাদ ২, -জাদা Bengali definition [জাদ্, জাদা] (বিশেষ্য) ১(প্রত্যয়রূপে ব্যবহৃত) পুত্র; ছেলে (সেলাম কর বাদশাজাদে-রবীন্দ্রনাথ ঠাকুর; নবাবজাদা, বাদশাহজাদা)। ২ জাত; জনিত। -জাদি,-জাদী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যা (নবাবজাদি)। {(ফারসি) জাদাহ্}
- Bengali Word ওজির, উজিরজাদা Bengali definition ⇒ উজির
- Bengali Word গমজাদা, গমযাদাহ Bengali definition [গম্জাদা, গমযাদাহ্] (বিশেষ্য), (বিশেষণ) দুঃখিত; বিষণ্ন। গমজাদি, গমযাদী হয়ে থাকে জেলেখা আওরাত -ফকির গরীবুল্লাহ)। {(আরবি) গম +(ফারসি) জাদা/(আরবি) জাদাহ্ }
- Bengali Word নওয়াব, নওয়াবজাদা, নওয়াব-নাজিম, নওয়াবি Bengali definition ⇒ নবাব।
- Bengali Word নামজাদা, নামযাদা Bengali definition [নাম্জাদা] (বিশেষণ) প্রসিদ্ধ; বিখ্যাত; খ্যাতনামা (চোহান রাজপুত কত নামজাদা মিয়া-ঘনরাম চক্রবর্তী)। {ফারসি}
- Bengali Word শাজাদা, শাহজাদা Bengali definition ⇒ শাহ
Closing this window will clear all results and return you back to the search section