Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জহর ১ Bengali definition [জহোর্‌] (বিশেষ্য) বিষ; গরল; যা খেলে মৃত্যু হতে পারে (জহর খেলায়া, নবী! মারিবে হাসন-হেয়াত মাহমুদ)। জহর আলুদা (বিশেষণ) বিষ-মাখানো; বিষাক্ত (তার বুকে বিষমাখা তলওয়ার চালিয়ে আর জহরআলুদা তীর হেনেই আমার সুখ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জ্বহর্‌}
  • Bengali Word জহর ২ Bengali definition [জহোর্‌] (বিশেষ্য) মণি; রত্ন; মূল্যবান; প্রস্তরবিশেষ। {(আরবি) জর্‌হর্‌}
  • Bengali Word জহরত Bengali definition [জহোরত্‌] (বিশেষ্য) বহুমূল্য প্রস্তরাদি; হীরা পান্না চুনি প্রভৃতি নানা রত্ন (পারিবে আমারে দিতে জহরত মানিক কোন্‌-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জরয়াহিরাত বহুব}
  • Bengali Word জহরব্রত Bengali definition [জহোর্‌ব্রোতো] (বিশেষ্য) রাজপুত রমণীদের সতীত্ব রক্ষার্থে অগ্নিকুণ্ডে জীবন বির্সজন বা বিষপানে মৃত্যুবরণ ব্রত। {(ফারসি) জহর১+(তৎসম বা সংস্কৃত) ব্রত}
  • Bengali Word জহরি, জহরী Bengali definition জহুরি
  • Bengali Word জওহর, জহর Bengali definition [জওহর্‌, জহর্‌] (বিশেষ্য) বহু মূল্যবান প্রস্তর বা মূল্যবান রত্ন (কে জওহরের খবর দিতে পারে?-আবুল মনসুর আহমদ)। জহরত, জওহেরত (বিশেষ্য) মণিরত্নাদি; বহু মূল্যবান প্রস্তরসমূহ (অনেক মূল্যবান পাথর মতি জওহেরাত-মীর মশাররফ হোসেন)। {(আরবি) জরহর, (ফারসি) গরহর}
  • Bengali Word জহুরি, জহুরী, জহরি, জহরী Bengali definition [জোহুরি, জোহুরি, জোহোরি, জোহোরি] (বিশেষ্য) ১ মনিমুক্তাদির ব্যবসায়ী। ২ যে মনিমুক্তা চেনে এবং এগুলোর দোষগুণ সম্পর্কে অভিজ্ঞ (জহুরী জহর চেনে)। ৩ সমঝদার, বিশেষজ্ঞ; নিপুণ। {(আরবি) জরহরী}
Closing this window will clear all results and return you back to the search section