Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জলদ ১ Bengali definition [জলোদ্‌] (বিশেষ্য) ১ মেঘ; জলকর (ঝলমল করে জেন জলদ উঝলা-শেখ ফয়জুল্লাহ)। ¨ (বিশেষণ) জলদাতা। জলদা (স্ত্রীলিঙ্গ)। জলদকাল, জলদাগম (বিশেষ্য) বর্ষাকাল; বৃষ্টির সময়। জলদজাল (বিশেষ্য) মেঘসমূহ (দুর্ভাগা ও অধঃপতনের জলদজাল বেশীদিন তিষ্ঠিতে পারে না!-ইসমাইল হোসেন শিরাজী)। জলদমন্দ্র (বিশেষ্য) মেঘের গম্ভীর শব্দ। জলদোদয় (বিশেষ্য) ১ মেঘোদয়; মেঘসঞ্চার। ২ বর্ষাকাল। {(তৎসম বা সংস্কৃত)জল+√দা+অ(ক)}
  • Bengali Word জলদ ২ Bengali definition [জলোদ্‌] (বিশেষণ) দ্রুত; তাড়াতাড়ি (জলদ লয়ের সংগীত)। {(আরবি) জল্‌দী}
  • Bengali Word জলদি, জলদী Bengali definition [জোল্‌দি] (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; দ্রুত; সত্বর; অচিরে (এনার বাত মাফিক কাম করলে মোদের মেটির ভিতর জলদি যেতে হবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। চট জলদি (ক্রিয়াবিশেষণ) অতি-দ্রুত; তখন-তখন; তৎক্ষণাৎ। {(আরবি) জলদী}
Closing this window will clear all results and return you back to the search section