Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word জর, যর Bengali definition [জর্‌] (বিশেষ্য) ১ স্বর্ণ। ২ ধন; বিত্ত; মুদ্রা; money। জরকশি, জরদোজি (বিশেষ্য) ১ জরির কাজ। ২ জরির কাজ করা; জরিখচিত (জরকশী পাদুকা পায় রত্নের কাবাই গায়, ডগমগ অতি দীপ্তি করে-সৈয়দ আলাওল)। জরকাশি-চীরা (বিশেষ্য) সোনার তার দিয়ে কাজ করা বস্ত্র; কিংখাব (বিলাতী খেলাত পরে জরকশী চীরা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) জ্বর}
  • Bengali Word জরজর Bengali definition জর্জর
  • Bengali Word জরতারি Bengali definition [জর্‌তারি] (বিশেষ্য) স্বর্ণসূত্রমিশ্রিত সূক্ষ্ণ বস্ত্রবিশেষ (জরতারি পটাম্বর সুচারু চামর-সৈয়দ আলাওল)। {(ফারসি) জরতারী}
  • Bengali Word জরতী Bengali definition [জরোতি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ জরাগ্রস্তা; বৃদ্ধা; জীর্ণদেহা; ক্ষয়িতা। ২ বৃদ্ধা; স্থবিরা। ৩ পুরাতনী; প্রাচীনা (জরতী ধরণী)। জরৎ পু. (জরৎ শব্দের অর্থ ক্ষীণ; কারু শব্দের অর্থ দারু-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √জু+অৎ(অতৃন্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word জরৎকারু Bengali definition [জরোত্‌কারু] (বিশেষ্য) সুপ্রসিদ্ধ মুনি যিনি কঠোর তপস্যা দ্বারা স্বীয় শরীরকে ক্রমে ক্রমে ক্ষীণ করেছিলেন, হিন্দুদেবী মনসার স্বামী। {(তৎসম বা সংস্কৃত) √জৃ+অৎ=জরৎ+কারু; (বহুব্রীহি সমাস))}
  • Bengali Word জরথুস্ত Bengali definition [জরোথুসত্‌] (বিশেষ্য) প্রাচীন পারস্য দেশীয় ধর্মপ্রবর্তক। তাঁর বাণী গ্রন্থের নাম ‘জেন্দা আবেস্তা’। {জরথুস্ত্র}
  • Bengali Word জরদ Bengali definition [জরোদ্‌] (বিশেষ্য) ১ হলুদবর্ণ; পীতবর্ণ। ২ জরির কাজ করা কাপড়। {(ফারসি) জরদ্ব}
  • Bengali Word জরদা, জর্দা, যরদা Bengali definition [জর্‌দা] (বিশেষ্য) ১ জাফরান বা জাফরানি রং ও কিশমিশমিশ্রিত পীতবর্ণের মিঠা পোলাও। ২ পানের সঙ্গে খাওয়ার সুগন্ধি মসলাযুক্ত তামাকপাতাচূর্ণ; পানের মসলা; সুরতি (প্রত্যহ পান ও যরদা এবং সময় সময় নাস্তা খাইতেন-আবুল মনসুর আহমদ)। ¨ (বিশেষণ) হলুদবর্ণ; পীতবর্ণ (জর্দা পরী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) জ্বর্‌দহ্‌}
  • Bengali Word জরদোজ Bengali definition [জর্‌দোজ্‌] (বিশেষ্য) জরির কাজ করা কাপড়। জরদোজি (বিশেষ্য) কাপড়ে জরির কাজ। {(ফারসি) জ্বরদোজ}
  • Bengali Word জরদ্‌গব Bengali definition [জরোদ্‌গব্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ অকর্মণ্য; স্থবির; শক্তিসামর্থ্যহীন; অ্থর্ব; জরাগ্রস্ত; ঢোসা (ধূলিম্লান এ উপত্যকায় এলি, এসেই হলি গুম, করল তোরে জ্বরদ্‌গব এই সে যাওয়া আসার ধুম-কাজী নজরুল ইসলাম)। ২ বৃদ্ধ ষাঁড়; জরাগ্রস্ত ষাঁড়। ৩ গৃধ্রবিশেষ। জরদ্‌গবী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) জরাগ্রস্তা গাভী। {(তৎসম বা সংস্কৃত) জরৎ+গো; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word জরে-নেগার Bengali definition [জরেনেগার্‌] (বিশেষ্য) স্বর্ণখচিত; স্বর্ণমন্ডিত; সোনালি। {(ফারসি) জ্বর্‌ নিগার্‌}
  • Bengali Word জরা ১ Bengali definition [জরা] (বিশেষ্য) ১ বার্ধক্যজনিত দুর্বল অবস্থা; জীর্ণতা; স্থবিরতা। ২ জরা নাম্নী রাক্ষসী। জরাগ্রস্ত (বিশেষণ) বার্ধক্য দশাপ্রাপ্ত; অতিবৃদ্ধ। জরাগ্রস্তা (স্ত্রীলিঙ্গ)। জরাজীর্ণ বিন বার্ধক্যহেতু অতিক্ষীণ। {(তৎসম বা সংস্কৃত) √জু+অ(অঙ্‌)}
  • Bengali Word জরা ২ Bengali definition [জরা] (ক্রিয়া) ১ জীর্ণ করা; জীর্ণ হওয়া (এই মোর দেহ জরিবে না গুপ্তচর জরা সে তোমার?-মোহিতলাল মজুমদার)। ২ হজম হওয়া; পরিপাক হওয়া। জারিত, জীর্ণ বিণ। জরানো, জরান (ক্রিয়া) ১ জারিত করা (লবণ দিয়ে আম জরানো)। ২ জারিতকরণ। ¨ (বিশেষণ) জারিত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √জু+অ(অঙ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word জরায়ু Bengali definition [জরায়ু] (বিশেষ্য) গর্ভাশয়; গর্ভকোষ; womb। {(তৎসম বা সংস্কৃত) জরা+√ই+উ(ঞুণ্‌)}
  • Bengali Word জরায়ুজ Bengali definition [জরায়ুজো] (বিশেষণ) প্রাণীর জরায়ু থেকে জন্ম গ্রহণ করে এমন (অন্ড থেকে নয়)। (তুলনীয়) অন্ডজ। {(তৎসম বা সংস্কৃত) জরায়ু+√জন্‌+অ(ড)}
  • Bengali Word জরাসন্ধ Bengali definition [জরাশন্‌ধো] (বিশেষ্য) মগধের বিখ্যাত রাজা। {(তৎসম বা সংস্কৃত) জরা (নামক রাক্ষসী দ্বারা)+ সন্ধ (সংযোজিত); ৩ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জরাসা Bengali definition [জরাসা] (বিশেষণ-বিশেষণ) এতটুকু; একটুও (নাই জরাছা ডর-রওশন ইজদানী)। {(আরবি) যারা+(ফারসি) সা}
  • Bengali Word জরি, জরী Bengali definition [জোরি] (বিশেষ্য) সোনালী বা রুপালী তার; ঐরূপ তারজরিত সুতা (কি কাজ পরিয়া জুতা সে জরীতে বোনা-মোহিতলাল মজুমদার)। জরিদার (বিশেষণ) জরীর কাজ করা; জরিযুক্ত; জরি লাগানো(জরিদার পাঞ্জাবি)। জরিন, জরীন (বিশেষণ) সোনালি বা রুপালি তারযুক্ত সুতায় কাজ করা; জরিদার (কুঞ্জে জরীন্‌ ফারসী ফরাস বিছিয়েছে আজ ফুলবালারা-কাজী নজরুল ইসলাম)। জরিনগুল (বিশেষ্য) সোনালি ফুল (দিনে দিনে উঠলো ফুটে পরীস্থানের জরীনগুল!-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) জ্বরীন}
  • Bengali Word জরিপ, জরীপ Bengali definition [জোরিপ্‌] (বিশেষ্য) ১ জমির পরিমাণ, survey; ক্ষেত্রমাপ (আমি তখন অবস্থা জরীপ করার চেষ্টা পাই-শওকত ওসমান)। ২ করদ জমির পরিমাপক দল; cadastral surveying party (গ্রামে জরীপ আসাতে উত্তর মাঠে তাবুঁ পড়িয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। জরিপ-আমিন (বিশেষ্য) ক্ষেত্রমাপকারী; জমির পরিমাণ স্থির করার কাজে নিযুক্ত কর্মচারী। জরিপি (বিশেষণ) জরিপ সম্পর্কিত। {(আরবি) জরীব}
  • Bengali Word জরিমানা Bengali definition [জোরিমানা] (বিশেষ্য) অর্থদন্ড; fine। {(আরবি) জুর্ম. +(ফারসি) আনাহ}
  • Bengali Word জরিষ্ণু Bengali definition [জোরিশ্‌নু] (বিশেষণ) ক্ষয়শীল (জরিষ্ণু প্রহরে সন্তানের ফর্দ করি আজীবন বঞ্চনার পাইকারী আত্মত্যাগী অর্থগধ্নুতায়-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) √জ্‌+ইষ্ণু(ইষ্ণুচ্‌)}
  • Bengali Word জরু, জরূ, জোরু Bengali definition [জোরু] (বিশেষ্য) পত্নী; স্ত্রী (দেশে এক কালে তাহার জরু গরু জমিজেরাত সবই ছিল-রাজশেখর বসু (পরশু))। জরুজাত, জরূজাত (বিশেষ্য) সন্তান; পুত্রকন্যা (জরূজাত যত আর ভাই বেরাদর।। ঈমান আনিল তার তামাম লস্কর-সৈয়দ হামজা)। {(হিন্দি) জোরূ (জোড়া)}
  • Bengali Word জরুর Bengali definition [জোরুর্‌] (ক্রিয়াবিশেষণ) অবশ্য; আলবত; নিশ্চিতরূপে। জরুরত, জরুরিয়ত (বিশেষ্য) প্রয়োজন, আবশ্যক, দরকার। জরুরি, জরুরী (বিশেষণ) ১ অত্যন্ত দরকারি, বিশেষ প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ (জরুরি কথা)। ২ আশু প্রয়োজনীয়; urgent (জরুরী তলব, জরুরি তার)। ৩ সংকটময়; emergent (জরুরি অবস্থা)। {(আরবি) দরূর্‌}
  • Bengali Word জর্জর, জরজর Bengali definition [জর্‌জর্‌] (বিশেষণ) ১ জীর্ণ; ক্লিষ্ট (শোকে জর্জর)। ২ কাতর; পীড়িত (প্রেমে জর্জর)। ৩ ঝাঁজরাকৃত; অন্তঃসারশূন্য (ঘুণে খেয়ে জর্জর করা)। {(তৎসম বা সংস্কৃত) √জর্জ্‌+অর}
  • Bengali Word জর্জরিত Bengali definition [জর্‌জোরিতো] (বিশেষণ) ১ জর্জার করা হয়েছে এমন; জীর্ণ; শীর্ণ (শোকে জর্জরিত)। ২ নিপীড়িত; ক্ষত-বিক্ষত (শরাঘাতে জর্জরিত)। জর্জারিতা (স্ত্রীলিঙ্গ)। জর্জরীকৃত (বিশেষণ) জর্জর করা হয়েছে এমন। জর্জরীভূত (বিশেষণ) যা শীর্ণ ও পীড়িত হয়েছে। জর্জরীভূতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জর্জ+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
Closing this window will clear all results and return you back to the search section