- Bengali Word ছুতা, ছুতো Bengali definition [ছুতা, ছুতো] (বিশেষ্য) ১ ছল; অছিলা; ভান (চোখ ঘুরাইয়া সূতোরে শাসায় করিযা রাগের ছেুতো-জসীমউদ্দীন)। ২ ছিদ্র; খুঁত; দোষ; ত্রুটি। ৩ সামান্য কারণ; তুচ্ছ উপলক্ষ। ছুতানাতা, ছলছুতা (বিশেষ্য) ১ কোনো সামান্য কারণ বা অজুহাত। ২ সামান্য ত্রুটি। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>সুতা>}
- Bengali Word ছুতার, ছুতোর Bengali definition [ছুতার, ছুতোর] (বিশেষ্য) ১ সুতার; কাঠমিস্ত্রি; সূত্রধর। ২ হিন্দু পদবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সূত্রধার>(প্রাকৃত) সুত্তহার> সুত্তার> সুঅর>}
Closing this window will clear all results and return you back to the search section