Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word চোয়া, চুয়া Bengali definition [চোয়া, চুয়া] (ক্রিয়া) বিন্দু বা ফোঁটা ফোঁটা করে পড়া; ক্ষরিত হওয়া; চোয়ানো (কলসী চুইয়ে পানি পড়ে)। চোয়ানো/চোয়ান⇒চুয়ানো। {(তৎসম বা সংস্কৃত) চ্যুত>চোয়া}
  • Bengali Word চোয়াড়, চোহাড়, চুয়াড় Bengali definition [চোয়াড়্‌, চোহাড়্‌, চুয়াড়্‌] (বিশেষ্য)(বিশেষণ) ধাঙ্গর বা চামারের অনুরূপ সম্প্রদায়বিশেষ। ২ অভদ্র; ইতর; বর্বর; গোঁয়ার; অমার্জিত (না আছে ফলের বাগান, চরবার খাল, বিল-মাঠ, লোকগুলোও চোয়াড়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পাহাড়ি জাতিবিশেষ। ৪ ধোঁকা দিয়ে যারা শিকার করে; কিরাত; ব্যাধ (অতি নীচ কুলে জন্ম জাতিতে চোয়াড়)। চোয়াড়পনা (বিশেষ্য) ১ গোঁয়ারের মতো ব্যবহার। ২ ব্যাধবৃত্তি। চোয়াড়ে (বিশেষণ) অমার্জিত; অসভ্য; চোয়াড়ের মতো (লোকটা কি রকম রুক্ষ চোয়াড়ে হয়ে গেছে। {(তৎসম বা সংস্কৃত) চণ্ডাল>}
  • Bengali Word চোয়াল, চুয়াল Bengali definition [চোয়াল্‌, চুয়াল্‌] (বিশেষ্য) মুখের যে অংশে দাঁত সংলগ্ন থাকে, চিবুকের অস্থি; মাঢ়ি; হনু; jaw। চোয়াল ধরা (ক্রিয়া) চোয়াল আটকে যাওয়া; চিবানোর জন্য মুখ নাড়তে না পারা। চোয়াল ভাঙা কথা (বিশেষ্য) বড় বড় কথা; কঠিন কথা। {(তৎসম বা সংস্কৃত) কবল>(হিন্দি) চুয়াল}
  • Bengali Word পেঁচোয়া Bengali definition ⇒ পেঁচাও
  • Bengali Word কোচম্যান, কউচম্যান, কেচোয়ান, কোচওয়ান Bengali definition [কোচ্‌ম্যান, কোউম্যান, কেচোয়ান্‌, কোচ্‌ওয়ান্‌] (বিশেষ্য) গাড়োয়ান, ঘোড়ার গাড়ির চালক (এক্কাও তিনি নিজেই চালান কোচম্যান লাগে না-আবুল মনসুর আহমদ; সাজিয়া কউচম্যান উপরে উঠিয়া- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।{(ইংরেজি) Coachman }
  • Bengali Word চুয়ানো, চুয়নো, চোয়ানো Bengali definition [চুয়ানো, চুয়োনো, চুয়ানো] (ক্রিয়া) ১ ফোঁটা ফোঁটা করে ঝরা বা চুইয়ে পড়া বা ক্ষরিত হওয়া; অতি সামান্য পরিমাণে ক্রমাগত ঝরানো বা ক্ষরানো (কলসি থেকে পানি চোয়ানো, গায়ের ঘাম চোয়ানো)। ২ পরিস্রুত করা (মদ চোয়ানো)। □(বিশেষণ) ১ পরিস্রুত; চোলাই (চোয়ানো মদ)। ২ চুইয়ে পড়েছে এমন (চোয়ানো পানি)। □(বিশেষ্য) ১ পরিস্রবণ; চোলাইকরণ। ২ ঝরণ; ক্ষরণ। চুয়ানি, চোয়ানি (বিশেষ্য) ১ চুয়ানো; ঝরানো ; ক্ষরানো। ২ পরিস্রুত তরল পদার্থ। {(তৎসম বা সংস্কৃত) √চ্যু>চোয়া+আনো}
  • Bengali Word পেঁচাও, প্যাঁচাও, পেঁচাল, প্যাঁচাল, পেঁচালো, প্যাঁচালো, পেঁচোয়া Bengali definition [প্যাঁচাও, প্যাঁচাও, প্যাঁচাল, প্যাঁচাল, প্যাঁচালো, প্যাঁচালো, প্যাঁচোয়া] (বিশেষণ) ১ জটিল; ঘুরানো। ২ কুটিল; কুচক্রী। {(ফারসি) পেঁচ্‌}
Closing this window will clear all results and return you back to the search section