Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word গুলি ১, গুলী, গোলী Bengali definition [গুলি, গুলী, গোলী] (বিশেষ্য) ১ গুটিকার ন্যায় বস্তু; বাঁটুলের ন্যায় ছোট গোলা (ঋষি আফিঙের গুলির ধ্যান করছেন, না আলোর গোলার ধ্যান করছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বড়ি; pill। ৩ বাঁটুল; নুড়ি; গুটি (গুলতির গুলি এদের প্রাণ-(কাজী নজরুল ইসলাম))। ৪ বন্দুকের ছররা বা বুলেট (গুলি তাঁকে স্পর্শ করতে পারে না-রাজশেখর বসু (পরশু); কথা নয় যেন শীসের গুলি-আলাউদ্দীন আল আজাদ)। ৫ হাতে পায়ের পিণ্ডাকার মাংশপেশি; muscle। ৬ চণ্ডু; আফিম থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ (গুলিখোর)। গুলিখোর (বিশেষ্য), (বিশেষণ) চণ্ডুসেবী; আফিংখোর (উড়ে ও বেহারা রেয়ো গুলিখোরেরা কাঙ্গালীর দলে মিশতে লাগলো-কালীপসন্ন সিংহ)। গুলিডাণ্ডা, গুলিদাণ্ডা (বিশেষ্য) একপ্রকার খেলা; ঐ খেলার উপকরণ; ডাংগুলি (গুলি দাণ্ডা; কাপটী কপাটী, চোর চোর, তেলি হাত পিছলে গেলি প্রভৃতি খেলায় পদ্মলোচন প্রসিদ্ধ হযে পড়লেন-কালীপসন্ন সিংহ)। {(তুলনীয়) (হিন্দী) গুলী}
  • Bengali Word গুলি ২ Bengali definition গুলা
  • Bengali Word গুলিকা Bengali definition [গুলিকা] (বিশেষ্য) ১ গুটি; গুটিকা। ২ বটিকা; pill। বড়ি। ৩ বন্দুক ইত্যাদি দ্বারা ছোড়ার গুলি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা>}
  • Bengali Word গুলিখোর Bengali definition গুলি১
  • Bengali Word গুলি-ডাণ্ডা, গুলি-দাণ্ডা Bengali definition গুলি
  • Bengali Word গুলিস্তান, গুলিস্তাঁ Bengali definition [গুলিস্‌তান্‌, গুলিস্‌তাঁ] (বিশেষ্য) ১ পুষ্পবন; ফুলের বাগান (শরাব সাকীর গুলিস্তাঁয়-(কাজী নজরুল ইসলাম); আনিব হেতা পুণ্য গুলিস্তান-এস.এন.কিউ জুলফিকার আলী (নছরু))। ২ শেখ সাদীর বিখ্যাত কাব্যগ্রন্থ। ৩ ঢাকার গুলিস্তান নামক স্থান। {(ফারসি) গুলিস্তাঁ}
  • Bengali Word অঙ্গুলি, অঙ্গুল Bengali definition [ওঙ্‌গুলি, ওঙ্‌গুল্] (বিশেষ্য) আঙুল (উঠিবে বাজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
  • Bengali Word অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ Bengali definition (বিশেষ্য) অঙ্গুলিতে পরিধেয় আঘাত নিবারক কবচ বিশেষ; অংগুস্তানা।
  • Bengali Word অঙ্গুলিনির্দেশ, অঙ্গুলিসঙ্কেত, অঙ্গুলিহেলন Bengali definition (বিশেষ্য) আঙুল দ্বারা নির্দেশদান বা ইশারাকরণ। অঙ্গুলিমোটন, অঙ্গুলিস্ফোটন (বিশেষ্য) আঙুল মটকানো বা ফুটানো। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্গ্+ উলি}
  • Bengali Word আগলি ১ , আগলী , আগুলি ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আগোলি, আগোলী, আগুলি] (বিশেষণ) ১ অগ্রবর্তী; প্রধান (রূপে গুণে যৌবনে ভুবনে আগুলি-জ্ঞানদাস)। ২ সম্মুখবর্তী। □ (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) আলয়; আগার (কর্ণধার আছিলেন বুদ্ধির আগলি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আগলি কাটা (ক্রিয়া) ঠেলে আগে যাওয়া; অন্য সকলকে ফেলে আগে বাড়া (আগলি কেটে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগর>আগলি}
  • Bengali Word আগুলি Bengali definition আগলি১
  • Bengali Word গুলা, গুলি ২, গুলো, গুলিন, গুলোন Bengali definition [গুলা, গুলি, গুলো, গুলিন, গুলোন্‌] (অব্যয়) ১ বহুত্ব নির্দেশক প্রত্যয় (পাতাগুলিন ছেঁড়া খোঁড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিশেষ সমষ্টিবোধক প্রত্যয় (সবগুলো ছেলে গাছে উঠেছে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল}
  • Bengali Word গুলিন Bengali definition গুলা
  • Bengali Word গুলী, গুলিখোর Bengali definition গুলি১
  • Bengali Word পঞ্চাঙ্গুল, পঞ্চাঙ্গুলি Bengali definition [পন্‌চাঙ্‌গুল্‌, পন্‌চাঙ্‌গুলি] (বিশেষ্য) পঞ্চ আঙ্গুলির নাম-বৃদ্ধ (বুড়ো), তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অঙ্গুল, অঙ্গুলি; কর্মধারয় সমাস}
  • Bengali Word বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ Bengali definition [বৃদ্‌ধাঙ্‌গুলি, বৃদ্‌ধাঙ্‌গুশ্‌ঠো] (বিশেষ্য) বুড়া আঙুল; অঙ্গুষ্ঠ; হাতের বা পায়ের বুড়া আঙুল। বৃদ্ধাঙ্গুলি দেখানো/প্রদর্শন (ক্রিয়া) ফাঁকি দেওয়া (চাকরটি সুযোগ পেলেই মনিবকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ+অঙ্গুলি, অঙ্গুষ্ঠ; কর্মধারয় সমাস}
  • Bengali Word হিঙ্গুল, হিঙ্গুলি, হিঙুল Bengali definition [হিঙগুল্‌,হিঙ্গুলি,হিঙুল্‌] (বিশেষ্য) পারদ ও গন্ধক মেশানো এক প্রকার ঘোর লাল রঙের পদার্থ; cinnabar (আঙুলে হিঙুল নিয়ে ফেরে কে মেঘ রাঙিয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) হিঙ্গু+√লা+অ(ড)}
Closing this window will clear all results and return you back to the search section