Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word গুরু Bengali definition [গুরু] (বিশেষ্য) ১ ধর্মজীবনের উপদেষ্টা; সাধনপন্থানির্দেশক। ২ উপদেশক; শিক্ষক; ওস্তাদ। ৩ সম্মানে বা বয়সে জ্যেষ্ঠ; মাননীয় ব্যক্তি। □ (বিশেষণ) ১ ভাবী; ওজনসম্পন্ন; লঘু বা হালকা নয় এমন। ২ দুর্বহ (চিন্তার গুরুভার)। ৩ দায়িত্বপূর্ণ। ৪ কঠিন; মহান (গুরু দায়িত্ব)। ৫ দুরূহ (গুরু বিষয়)। ৬ শ্রদ্ধেয়; মাননীয় (গুরু লঘু ভেদ)। ৭ অতিশয়; অধিক (গুরু ভোজন)। ৮ (ব্যাকরণ) দীর্ঘ মাত্রাযুক্ত (গুরু স্বর)। গুরুকন্যা (বিশেষ্য) ওস্তাদের কন্যা। গুরু করা, গুরুকরণ (ক্রিয়া) পীর ধরা; গুরুরূপে গ্রহণ করে মুরিদ বা শিষ্য হওয়া। গুরুকুল (বিশেষ্য) গুরুর বংশ। গুরুক্রম (বিশেষ্য) গুরুপরম্পরাগত। □ ( বিশেষণ) ১ গুরুর অনুগত; গুরুর বাধ্য। ২ গুরুঘটিত। গুরুগম্ভীর (বিশেষণ) ১ ওজোগুণসম্পন্ন ও মহত্ত্বপূর্ণ। ২ গভীর অর্থযুক্ত ও গম্ভীর শব্দবিশিষ্ট। ৩ উচ্চ ও গম্ভীর। গুরুগিরি (বিশেষ্য) ১ গুরুর বৃত্তি; শিক্ষকতা। ২ (ব্যঙ্গার্থ) গুরুর ন্যায় ভাবভঙ্গি (গুরুগিরি ফলানো)। গুরুগৃহ (বিশেষ্য) শিক্ষকের বাড়ি। গুরুঘাতক, গুরুঘাতী, গুরুঘ্ন ( বিশেষ্য) গুরুহন্তা। গুরুচণ্ডালী, গুরুচাণ্ডালী (বিশেষ্য) সাধু ভাষার সহিত কথ্য ভাষার ব্যবহাররূপ দোষ; সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণের অসঙ্গতি (তাঁর সাবেকী ভাষা বঙ্কিমের মতো গুরু-চণ্ডালী দোষে দুষ্ট নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। গুরুজন (বিশেষ্য) সম্মানিত ব্যক্তি; গুরুর ন্যায় মান্য ব্যক্তি; বয়স বা জ্ঞানে জ্যেষ্ঠ ব্যক্তি; মুরুব্বি। গুরুজল ( বিশেষ্য) ধাতুমিশ্রিত জল; hard water; যে জলে সাবানের ফেনা হয় না। গুরুঠাকুর (বিশেষ্য) ১ হিন্দুদের পারিবারিক বা বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ২ (ব্যঙ্গার্থ) অশ্রদ্ধেয় ব্যক্তি (বাজে লোক অর্থে) (ওরে আমার গুরুঠাকুর এসেছেন)। গুরু তনয় (বিশেষ্য) গুরুর পুত্র; ওস্তাদের পুত্র। গুরুতর (বিশেষণ) দুইয়ের মধ্যে বেশি গুরু। □ ( বিশেষ্য) সাংঘাতিক; ভয়ানক; অত্যন্ত; মহা (গুরুতর বিপদ)। গুরুতা, গুরুত্ব (বিশেষ্য) ১ গুরুগিরি। ২ মহত্ত্ব। ৩ ভার; ওজন। ৪ আধিক্য। ৫ গাম্ভীর্য। ৬ কাঠিন্য। ৭ স্তূপ; mass; পিণ্ড। গুরুদক্ষিণা (বিশেষ্য) ১ শিক্ষা বা দীক্ষা দানের জন্য গুরুর প্রাপ্য অর্থ প্রভৃতি। ২ (ব্যঙ্গার্থ) প্রহার বা অন্য উপায়ে অপদস্থকরণ; ‍উত্তমমধ্যম। গুরদশা (বিশেষ্য) ১ (হিন্দুদের) পিতা বা মাতার মৃত্যুজনিত অশৌচ অবস্থা। ২ (জ্যোশা.) বৃহস্পতির দশা; সৌভাগ্য দশা। গুরুদেব (বিশেষ্য) গুরু; শ্রদ্ধেয় গুরু। গুরুনিতম্ব (বিশেষণ) যার নিতম্বদেশ স্থূল। গুরুনিতম্বা, গুরুনিতম্বিনী (স্ত্রীলিঙ্গ)। গুরুনিন্দা (বিশেষ্য ) গুরুর নিন্দা। গুরুপত্নী (বিশেষ্য) গুরুর স্ত্রী। গুরুপরিচর্যা (বিশেষ্য) গুরুর সেবা; ওস্তাদের খেদমত। গুরুপাক (বিশেষণ) সহজে পরিপাক হয় না এমন; দুষ্পাচ্য। গুরুপাট, গুরুর পাট (বিশেষ্য) গুরুর স্থান। গুরু পুত্র (বিশেষ্য) গুরুর ছেলে। গুরু পুরত, গুরু পুরোহিত (বিশেষ্য) হিন্দুদের মন্ত্রগুরু বা পুরোহিত। গুরুবধ (বিশেষ্য) গুরুহত্যা। গুরুবরণ (বিশেষ্য) দীক্ষাগুরুকে বস্ত্রালঙ্কার দ্বারা সম্মান। গুরুবর্ন (বিশেষ্য) উচ্চবর্ণ। গুরুবল (বিশেষ্য) ১ গুরুর আশীর্বাদ; গুরুর কৃপাবল। ২ গুরুর করুণা-রূপা শক্তি। গুরুবার (বিশেষ্য) বৃহস্পতিবার। গুরুভক্ত (বিশেষ্য) গুরুর প্রতি ভক্তিভাবসম্পন্ন। গুরুভক্তি (বিশেষ্য) গুরু প্রতি ভক্তি। গুরুভাই (বিশেষ্য) একই গুরুর শিষ্য। গুরুভার (বিশেষ্য ) ১ অধিক ভার। ২ দায়িত্বের আধিক্য। □ (বিশেষণ) ১ অধিক ভারযুক্ত; খুব ভারী। ২ অত্যধিক দায়িত্বযুক্ত। গুরু মহাশয়; গুরু মশাই (বিশেষ্য) ১ শিক্ষক বা পাঠশালার পণ্ডিত। ২ (ব্যঙ্গার্থ) অকালপক্ব বালক; নেতৃত্ব ফলানো। গুরুমা (বিশেষ্য) ১ ধর্মোপদেশদাত্রী। ২ গুরুপত্নী। ৩ শিক্ষাদাত্রী; শিক্ষিকা; ওস্তাদ-আম্মা। গুরু মরার (বিশেষণ) গুরুকে বিদ্যায় হারানোর মতো (করি কতমতো গুরু-মারাটিকে লেখনীর ঘুচে খেদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। গুরু মারা বিদ্যা (বিশেষ্য) ১ গরুর নিকট থেকে লব্ধ যে বিদ্যা দ্বার গুরুকেই পরাস্ত করা হয়; গুরুর শিষ্য হয়েও সেই গুরুকে হারাবার মতো বিদ্যা; গুরুর নিকট থেকে প্রাপ্ত বিদ্যা দ্বারা গুরুকে শিক্ষাদান। ২ গুরুর নিকট থেকে লব্ধ অপপ্রযুক্ত বিদ্যা। গুরুমুখী বিদ্যা (বিশেষ্য) যে বিদ্যা কেবল গুরুর মুখ হইতে শুনিয়া অধিগত করিতে হয়। গুরুরত্ন (বিশেষ্য) পুষ্পরাগ মণি। গুরুশিষ্য (বিশেষ্য) শিক্ষক ও ছাত্র। গুরু-শুশ্রূষা (বিশেষ্য) গুরুর পরিচর্যা। গুরু স্থানীয় (বিশেষণ) গুরুতুল্য; গুরুপদবাচ্য। গুরু হত্যা (বিশেষ্য) গুরুতে হত্যা করা রূপ মহাপাতক। গুরু হন্তা, গুরুহা বিন গুরু হত্যাকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+উ}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word গুরুগুরু Bengali definition [গুরুগুরু] (অব্যয়) ১ মৃদুগম্ভীর মেঘগর্জন ধ্বনি। ২ ভয়ের অনুভূতিজনিত দ্রুত হৃৎকম্পবোধক। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গুরুচণ্ডালী Bengali definition গুরু
  • Bengali Word গুরুমুখী Bengali definition গুরমুখী
  • Bengali Word গুরুয়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গুরুয়া] (বিশেষণ) গুরু; ভারী; স্থূল (শরীর গুরুয়া তার অতি ভয়ঙ্কর-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু>}
  • Bengali Word উপগুরু Bengali definition [উপোগুরু] (বিশেষ্য) ১ গুরুর প্রতিনিধি বা সহচর। ২ গুরুস্থানীয় ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) উপ+গুরু; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word কালাগুরু Bengali definition [কালাগুরু] (বিশেষ্য) কালো রঙের সুগন্ধযুক্ত চন্দন; কৃষ্ণবর্ণ অগুরু কাঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাল+অগুরু; (কর্মধারয় সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section