Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word গুনাহ্‌ Bengali definition গুনা১
  • Bengali Word গুনা ১, গুনাহ, গোনাহ Bengali definition [গুণা, গুনাহ, গোনাহ] (বিশেষ্য) ১ পাপ; অন্যায়। ২ অপরাধ; দোষ (মুমীন সবের গুণা করিমে ক্ষেমিব-সৈয়দ আলাওল)। গুনাখাতা (বিশেষ্য) দোষ (গুনাখাতা মোর ভুলে যেয়ো তুমি হে পরওয়ারদিগার-আজহারুল ইসলাম)। গুনাগার (বিশেষণ) ১ পাপী। ২ অপরাধী (নিদানে নৃপতি আগে হব গুণাগার- ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ জরিমানা; অর্থ দণ্ড (টিকিট না কাটার দরুন কত গুণাগার দিতে হয়- অচিসে; বাবুদের কাছে তোকে গুণাকার না লাগিয়ে ছাড়বো না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত) ২ আক্কেল-সেলামি। গুনাগারি, গুনাগারী (বিশেষ্য) ১ জরিমানা; অর্থদণ্ড (গুনাগারী দেয় বণিকেরা নাকি-(কাজী নজরুল ইসলাম))। ২ আক্কেল-সেলামি। {(ফারসি) গুনাহ্‌ }
Closing this window will clear all results and return you back to the search section