Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word গুটি ১, গুটিকা Bengali definition [গুটি, গুটিকা] (বিশেষ্য) ১ বড়ি; pill (ঔষধের গুটিকা)। ২ ছোটো ঢেলা। ৩ খুঁটি। ৪ ছোটো ছোটো দানা বা গোলাকার বস্তুর আকৃতি (ফলের মতো গুটি উঠিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ ফলের কুশি (গোটা কতক আমের গুটি বাহির করিয়া- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৬ বসন্ত প্রভৃতি রোগের গুটি বা ব্রণ। ৭ রেশমের কোষ। ৮ রেশমের কীট; কোষরূপী পতঙ্গ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word গুটিপোকা Bengali definition [গুটিপোকা] (বিশেষ্য) রেশম কীট।
  • Bengali Word গুটি ২ Bengali definition [গুটি] (অব্যয়) ১ সংখ্যাবাচক পদাশ্রিত নির্দেশক; article (গুটিচারেক পরিচিত লোক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (প্রাচীন বাংলা) টি; টা; খানি (বাঁশী দুটি-বড়ু চণ্ডীদাস)। গুটিকতো, গুটিকতক, গুটি কয়েক, গুটিক, গুটেক (বিশেষ্য) কয়েকটি; অল্পসংখ্যক; অল্পপরিমণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি; (বাংলা) গোটা+ই}
  • Bengali Word গুটিকা Bengali definition গুটি
  • Bengali Word গুটিগুটি, গুড়িগুড়ি Bengali definition [গুটিগুটি, গুড়িগুড়ি] (ক্রিয়াবিশেষণ) ধীরে ধীরে; অত্যন্ত আস্তে; ধীর পদক্ষেপে (সে আলোর দিক থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে-গুটি-গুটি, একা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা}
  • Bengali Word গুটিসুটি Bengali definition [গুটিশুটি] (ক্রিয়াবিশেষণ) জড়সড় (গুটিসুটি মেরে বসা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি/গুটিকা}
  • Bengali Word ঘুঁটি , গুঁটি , ঘুটি , গুটি Bengali definition [ঘুঁটি, গুঁটি, ঘুটি, গুটি] (বিশেষ্য) ১ শতরঞ্জ; দাবা-পাশা ইত্যাদি খেলবার গুটি (আমরা দাবা খেলার ঘুঁটি, নাইরে এতে সন্দ নাই-(কাজী নজরুল ইসলাম))। ২ ইষ্টকাদির ক্ষুদ্র খণ্ড ঢিল বা গুটি। ঘুঁটি চালা (ক্রিয়া) ১ শতরঞ্জাদি খেলায় চাল ফেলা বা দেওয়া। ২ কোনো কার্যোদ্ধারের জন্য সুচিন্তিতভাবে পদক্ষেপ করা বা কৌশল খাটানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুন্টি, ঘুন্টিকা>}
Closing this window will clear all results and return you back to the search section