- Bengali Word গাল ১ Bengali definition [গাল্] (বিশেষ্য) ১ গণ্ড; কপোল। ২ মুখবিবর; মুখ (ধান খুঁটে গালে দিচ্ছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গাল গল্প (বিশেষ্য) অলীক বা রচিত কাহিনীর বর্ণনা; কল্পনা; কল্পিত কাহিনী বা গল্প (গালগল্প রচনার বাদশাকে কেউ আমরা দুষেছি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গাল টিপলে দুধ বেরোয়-নিতান্তই অবোধ বা অল্পবয়স্ক। গাল পাট্টা (বিশেষ্য) চাপদাড়ি; দুই গালজোড়া ঘন স্কশ্রু। গাল ফোলানো (ক্রিয়া) রাগ বা অভিমান করা। গাল বাড়িয়ে চড় খাওয়া (ক্রিয়া) যেচে অপমানিত হওয়া। গাল বাদ্য (বিশেষ্য) মুখ ফুলিয়ে গালে আঘাত করে শব্দকরণ। □ (বিশেষণ ) ((আলঙ্কারিক)) ধ্বনিসর্বস্ব (এমন গালবাদ্য কবিতা এইভাবে মনের সঙ্গে বিযুক্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গালে গালে চড়ানো (ক্রিয়া) সঙ্গে সঙ্গে প্রহার বা শাস্তি দেওয়া। গালে চড়ানো (ক্রিয়া) ক্রোধ; আক্ষেপ বা ক্ষোভ উদ্রেকে গালে চড় মারা; শাস্তি দেওয়া। গালে চুনকালি দেওয়া (ক্রিয়া) অপরাধের শাস্তিস্বরূপ লাঞ্ছনা; বংশের বা আত্মীয়স্বজনের কলঙ্কের কারণ হওয়া। গালে লাগা (ক্রিয়া) ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের ভিতর কুটকুট করা। গালে হাত দেওয়া (ক্রিয়া) অবাক হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল্ল>}
- Bengali Word গাল ২ Bengali definition [গাল্] (বিশেষ্য) কটুবাক্য কথন; গালাগালি; তিরস্কার। গাল দেওয়া, গাল মন্দ করা (ক্রিয়া) তিরস্কার করা; বকুনি দেওয়া; কটুবাক্য বলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গালি> (প্রাকৃত) √গাল্}
- Bengali Word গালচে Bengali definition ⇒ গালিচা
- Bengali Word গাল টিপলে দুধ বেরোয় Bengali definition ⇒ গাল
- Bengali Word গালন Bengali definition [গালোন্] (বিশেষ্য) ১ গেলে ফেলা। ২ ছাঁকা। ৩ চুয়ানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+ণিছ্+অন(ল্যুট্)}
- Bengali Word গাল পারা, গাল ফোলানো, গাল বাড়িয়ে চড় খাওয়া, গাল বাদ্য Bengali definition ⇒ গাল
- Bengali Word গালা ১ Bengali definition [গালা] (বিশেষ্য) লাক্ষা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল>}
- Bengali Word গালা ২ Bengali definition [গালা] (ক্রিয়া) ১ গলিয়ে ফেলা। ২ ফাটিয়ে ভিতরের পদার্থ বের করা (ফোঁড়া গালা)। ৩ তরল পদার্থ নিষ্কাশিত করা (ফেন গালা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+ণিচ্+আ}
- Bengali Word গালাগাল, গালাগালি Bengali definition ⇒ গালি
- Bengali Word গালানো Bengali definition [গালানো] (ক্রিয়া) গলিয়ে ফেলা; দ্রবকরণ। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালা+ (বাংলা) আনো}
- Bengali Word গালি Bengali definition [গালি] (বিশেষ্য) ১ কটুবাক্য। ২ ভর্ৎসনাপূর্ণ বাক্য; ভর্ৎসনা। ৩ অশ্লীল শব্দ প্রয়োগ; অশিষ্ট বাক্য। গালাগালি, গালাগাল (বিশেষ্য) ভর্ৎসনা; কটুবাক্য প্রয়োগ; গালি (গালাগালি দেওয়া বা করা)। গালি গালাজ (বিশেষ্য) কটু বা তৎসদৃশ বাক্য ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গালি+ই(ইন্)}
- Bengali Word গালিচা, গালচে Bengali definition [গালিচা; গাল্চে] (বিশেষ্য) কার্পেট; মেঝেয় পশুলোম পাট ইত্যাদি দ্বারা প্রস্তুত পুরু আবরণবিশেষ। {(ফারসি) গালীচা}
- Bengali Word গালিত Bengali definition [গালিতো] (বিশেষণ) ১ গলানো হয়েছে এমন; গলানো। ২ নিংড়ানো। ৩ ছাঁকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word গালিব Bengali definition ⇒ গালেব
- Bengali Word গালিম Bengali definition [গালিম্] (বিশেষ্য) ১ শত্রু; বৈরী; অরি (গোলাম গোলামী কৈল গালিম কয়েদ হৈল-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষ্য), (বিশেষণ) ১ বিজয়ী। ২ প্রবল। গালিমি, গালিমী ( বিশেষ্য) ১ শত্রুতা; প্রতিকূলতা (গালিমী করিল তাহে পাঠানু তোমায়-ভারতচন্দ্র রায় গুণাকর )। ২ জবরদস্তি। {(আরবি) গালিব্-}
- Bengali Word গালে গালে চড়ানো, গালে চুনকালি দেওয়া Bengali definition ⇒ গাল
- Bengali Word গালেব, গালিব Bengali definition [গালেব্, গালিব্] (বিশেষ্য) বিজয়ী। □ (বিশেষণ) ১ প্রবল শক্তিশালী (শাহ্ওয়াৎ গালেব হয়-আবুল মনসুর আহমদ)। ২ পরাক্রমশালী; দুর্ধর্ষ (গালেব দূষমন আছে-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) গালিব্ }
- Bengali Word গোগাল Bengali definition [গোগাল্] (বিশেষ্য) কালি (তাদের অনেকেরই চোখে ‘গোগাল’ পড়ে গেছে- নই)। {আঞ্চলিক}
- Bengali Word গোলগাল Bengali definition [গোল্গাল্] (বিশেষণ) ১ প্রায় বর্তুলাকার। ২ মোটাসোটা; প্রচুর পুষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোল+ (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) (বাংলা) গাল}
- Bengali Word অবাঙালি , অবাঙ্গালী Bengali definition [অবাঙালি, অবাঙ্গালি] (বিশেষ্য) ১ বাঙালি ব্যতীত অন্য ব্যক্তি বা জাতি। □ (বিশেষণ) বাংলাদেশের অধিবাসী নয় এমন। ২ বাঙালি সুলভ নয় বা বাঙালির প্রকৃতি বিরুদ্ধ এমন। {অ(নঞ্)+বাঙালি, বাঙ্গালী; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কাঙাল , কাঙালি , কাঙ্গাল , কাঙ্গালি Bengali definition [কাঙাল্, কাঙালি, কাঙ্গাল্, কাঙ্গালি] (বিশেষণ) ১ নিঃস্ব; দরিদ্র; গরিব (লুটি বাঙালার লোকে করিল কাঙাল-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ লোভী; লোলুপ (এসেছি কি হেথা যশোর কাঙালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ দুঃখী। ৪ অক্ষম; নিঃশক্তি (যৌবনে অন্যায় ব্যয়ে বয়সে কাঙালী-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) ভিখারি; ভিক্ষুক (তাই আমি কাঙালের মতো-রবীন্দ্রনাথ ঠাকুর)।কাঙালিনী, কাঙ্গালিনী (স্ত্রীলিঙ্গ)। কাঙ্গালখানা ( বিশেষ্য) অনাথাশ্রম। কাঙ্গালপনা (বিশেষ্য) ১ দীনতা; দরিদ্রের মতো আচরণ । ২ অতিশয় লোভ বা লোলুপতা। ৩ দীনযাচ্ঞা (ধরো, কাঙালপনা করে এই জিনিসটা চাইছি তোমার কাছে-রাজিয়া খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কাল (‘অস্থিচর্মসার’ অর্থে)> কাঙাল+ই, ঈ}
- Bengali Word গোগালচি Bengali definition [গোগাল্চি] ঝুঁটি (গোড়ার গোগালচির মত আমার সামনের লম্বা চুলগুলো ধরে দমাদম প্রহার-(কাজী নজরুল ইসলাম))।
- Bengali Word চংগল, চংগাল Bengali definition ⇒ চঙ্গা
- Bengali Word চঙ্গল, চঙ্গল, চংগাল Bengali definition [চঙ্গোল, চঙ্গোল, চঙ্গাল্] (বিশেষ্য) নখর; থাবা। {(ফারসি) চঙ্গাল}
- Bengali Word জাঙ্গাল, জাংগাল Bengali definition [জাঙ্গাল্] (বিশেষ্য) ১ বাঁধ; dam (জাঙ্গাল ভাঙা স্রোত)। ২ সেতু (বীরবলে এ জাঙাল ভাঙি দূর কর অপবাদ-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ অলি বা আইল; উচ্চ চওড়া পথ (দীঘি জাঙ্গাল, দেউল দালান গড়লে দ্বীপের রক্ষী গো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ পথ; রাস্তা (যমের জাঙ্গাল গড়িতে গড়িতে রেখে দিলে কেন মুলতবি-সত্যেন্দ্রনাথ দত্ত; মছজেদ পূষ্কর্ণী দেয় কতেক জাঙ্গাল-সৈয়দ আলাওল)। ৫ পতিত জমি। {(তৎসম বা সংস্কৃত) জঙ্গাল; (ফারসি) জঙ্গল}
Closing this window will clear all results and return you back to the search section