Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word গাব Bengali definition [গাব্‌] (বিশেষ্য) ১ কষায় রস ও আঠাযুক্ত এক ধরনের ফল ও তার গাছ; তিন্দুক। ২ ধাতবপদার্থের কলঙ্ক। ৩ তবলা বা পাখোয়াজজাতীয় বাদ্যযন্ত্রের যে স্থানে করতলের আঘাত বা চাঁটি পড়ে সেই স্থানে খদির বর্ণ যে আঠা জমানো থাকে। গাব গুবাগুব (বিশেষ্য) বাউলদের ব্যবহৃত এক তন্ত্রবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; গোপীযন্ত্র। গাব চটা (বিশেষণ) মৃদঙ্গাদি বাদ্যযন্ত্রের চামড়ার উপরের গোলাকার জমাটবদ্ধ আঠা চটে গিয়েছে এরূপ (গাব-চটা বঁয়ার বুক-চাপা গ্যাঙরানি-প্রথম চৌধুরী)। গাব-দেওয়া, গাবানো১ (ক্রিয়া ) নৌকা, জাল, ঘুড়ির সুতা প্রভৃতিতে কাঁচা গাবের কষ লাগানো। গাবা (ক্রিয়া) কলঙ্কিত হওয়া। গাবাইয়া Þ গাবান১। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালব>হি., বা, গাব}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word গাবা, গাবানো ১ Bengali definition গাব
  • Bengali Word গাবানো ২ Bengali definition [গাবানো] (ক্রিয়া) ১ গর্বসহকারে ঘোষণা করা। ২ কর্মশূন্যভাবে ঘুরে বেড়ানো। □ (বিশেষ্য ) উক্ত অর্থে। গাবাইয়া, গাবিয়ে (বিশেষণ) ১ গুণ বা যশোগায়ক কীর্তক বা ভজনকারী (আমি একে ব্রাহ্মণ তার উপর ‘গাবাইয়া’ তাই দু’দিনেই রাজাবাহাদুরের প্রিয় পাত্র হয়ে উঠলুম-প্রথম চৌধুরী)। ২ গল্পবাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্ব> (বাংলা) গাব+আনো}
  • Bengali Word গাবানো ৩ Bengali definition [গাবানো] (ক্রিয়া) জলাশয়াদির পানি আলোড়ন করা। □ (বিশেষ্য), (বিশেষণ ) উক্ত অর্থে। {(হিন্দী) গবানো}
  • Bengali Word গাবুর Bengali definition গাভুর
  • Bengali Word গাব্দা, গাব্দাগোব্দা Bengali definition গাবদা
Closing this window will clear all results and return you back to the search section