- Bengali Word গল Bengali definition [গল্] (বিশেষ্য) ১ গলা; কণ্ঠদেশ। ২ গলদেশ। গল কম্বল (বিশেষ্য) গো মহিষাদির কণ্ঠবিম্নস্থ লম্বমান মাংসপিণ্ড। গলগণ্ড (বিশেষ্য) গলদেশের মাংসস্ফীতি রোগ। গলগ্রহ (বিশেষ্য) ১ অনভিপ্রেত বোঝা; অনীপ্সিত ভার বা দায়িত্ব। ২ ((আলঙ্কারিক)) পরের উপর ভারস্বরূপ। ৩ যে দায়িত্ব অনিচ্ছা সত্ত্বেও প্রতিপালনীয়; অনিচ্ছাপূর্বক যার ভার নিতে হয়। গলদেশ (বিশেষ্য) গলা; কণ্ঠদেশ। গলনালি (বিশেষ্য) কণ্ঠনালি; অন্ননালির উপরে মুখের ঠিক পিছনে নলাবৃতি দেহাংশ। গলবস্ত্র (বিশেষণ) গলায় বস্ত্র দিয়ে বিনয়; গললগ্নীকৃত বস্ত্র। গলরজ্জু (বিশেষ্য) গলায় স্থাপিত দড়ি; ফাঁস। গললগ্ন (বিশেষণ) ১ কণ্ঠে জড়ানো; গললগ্নীকৃত (গললগ্ন বসনে তদীয় চরণে প্রণাম করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২(ব্যঙ্গার্থ) কণ্ঠসংলগ্ন; কণ্ঠলীন বা গলায় ঝুলে থাকা অবস্থা (যেন-তেন প্রকারেণ পুরুষের গললগ্ন হওয়া-প্রথম চৌধুরী)। গললগ্নীকৃত (বিশেষণ) গলায় লাগানো; কণ্ঠে সংলগ্ন করা হয়েছে এমন। গললগ্নীকৃত বাস ( বিশেষণ) ১ হিন্দু সমাজে প্রার্থনাকালে বিনয় প্রকাশার্থ বা দীনতা প্রকাশে যে নিজ কণ্ঠে বস্ত্র জড়িয়েছে। ২ অতি বিনীত বা নিতান্ত নত। গলস্তনী, গলেস্তনী (বিশেষ্য) ছাগী। গলহস্ত (বিশেষ্য) অর্ধচন্দ্র; গলায় হাত দিয়ে বের করে দেওয়া; গলাধাক্কা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+অ(ঘ)}
Closing this window will clear all results and return you back to the search section