Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word গনা, গোনা, গণা Bengali definition [গোনা, গোনা, গনা] (ক্রিয়া) ১ সংখ্যা স্থির করা; গণনা করা। ২ গণ্য করা; গ্রাহ্য করা; মানুষ বলে গণ্য করা (বেতের কাঁটাবন কঠিন নরম কেই বা তা গণে-(জসীমউদ্‌দীন))। ৩ অনুমান করা; আঁচ করা; ধারণা করা (বিপদ গনা)। □ (বিশেষ্য) ১ গণন। ২ গণ্যকরণ। ৩ অনুমান; বোধকরণ। □ (বিশেষণ) ১ গণিত (গনা ফল)। ২ ঠিক ঠিক; পূর্ণ; সম্পূর্ণ; পুরাপুরি (গনা দশ বছর)। গনা গনতি, গনা গুনতি, গনা গাঁথা (বিশেষণ) একদম ঠিক; একেবারে ঠিক বা বেশি নয় এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+(বাংলা) আ>}
  • Bengali Word গনাগোষ্ঠী Bengali definition [গোনাগোশ্‌ঠি/গনাগোষ্ঠী] (বিশেষ্য) গোষ্ঠীবর্গ; সমস্ত আত্মীয়স্বজন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) Öগণ্‌+আ(গণনা করা যায় যাদের তাদের সকলকেই)+ (তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠী}
  • Bengali Word গনানো, গণানো Bengali definition [গনানো] (ক্রিয়া) ১ অন্যের দ্বারা গণনা করানো। ২ গনৎকার দ্বারা শুভাশুভ স্থির করানো। □ ( বিশেষ্য), (বিশেষণ) উক্ত উভয় অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+(বাংলা) আনো}
  • Bengali Word অঙ্গনা Bengali definition [অঙ্‌গনা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নারী; রমণী (অনেক দিবস ধরি অসুস্থ অঙ্গনা-দৌলত উজির বাহরাম খান)। ২ অঙ্গসৌষ্ঠব সম্পন্না স্ত্রী; সুদর্শনা নারী (কি রঙ্গে অঙ্গনা বেশ ধরিলি দুর্মতি?-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গ+ন+আ(টাপ্)}
  • Bengali Word গোপাঙ্গনা Bengali definition [গোপঙ্‌গনা] (বিশেষ্য) গোপ কুলবধূ; গোয়ালিনী; গোপনারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোপ+অঙ্গনা}
  • Bengali Word গলগনালি, গলবস্ত্র, গলরজ্জু, গললগ্ন, ইত্যাদি Bengali definition গল
  • Bengali Word দিগঙ্গনা, দিগ্‌বধূ, দিগ্বধূ Bengali definition [দিগঙ্‌গনা, দিগ্‌বোধু, দিগ্‌বোধু] (বিশেষ্য) আকাশের নানাদিকে অবস্থিত এক শ্রেণির কাল্পনিক নারী; আটদিকের দিব্যাঙ্গনাগণ (পশ্চিম দিগ্বধূ দেখে সোনার স্বপন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দিক্‌+অঙ্গনা, বধূ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word পরগনা, পরগণা Bengali definition {পর্‌গনা} (বিশেষ্য) অনেকগুলো গ্রামের সমষ্টি; জেলার অংশবিশেষ; চাকলা (অধিকার রাজার চৌরশী পরগণা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) পরগনাহ্‌ }
  • Bengali Word বরাঙ্গনা Bengali definition [বরাঙ্‌গনা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সুন্দরী বা শ্রেষ্ঠ রমণী; উত্তম স্ত্রী (ললনাকুল ললামভূতা এই ত্রিলোকমোহিনী বরাঙ্গনাকে সৃষ্টি করিয়াছেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) বর+অঙ্গনা}
  • Bengali Word বারাঙ্গনা Bengali definition [বারাঙ্‌গনা] (বিশেষ্য) বারবধু; বারনারী; গণিকা; বেশ্যা (স্বাগত স্বাগত বারাঙ্গনা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>বার(বারো)+(তৎসম বা সংস্কৃত) অঙ্গনা}
  • Bengali Word পুরাঙ্গনা Bengali definition [পুরাঙ্‌গনা] (বিশেষ্য) পুরনারী; কুলনারী; পুরবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) পুর+অঙ্গনা}
  • Bengali Word পৌরাঙ্গনা Bengali definition [পোউরাঙ্‌গনা] (বিশেষ্য) পুরনারী; অন্তঃপুরবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) পৌর+অঙ্গনা}
  • Bengali Word বীরাঙ্গনা Bengali definition [বিরাঙ্‌গনা] (বিশেষ্য) ১ বীরনারী; বীর্যবতী বা সাহসী নারী (আমি বুঝলাম সে বীরাঙ্গনা আফগানের মেয়ে-কাজী নজরুল ইসলাম)। ২ ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাহত অথবা হানাদার পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্যাতিত নারী। ৩ বীরপত্নী। {(তৎসম বা সংস্কৃত) বীর+অঙ্গনা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বোগনা, বৌগনা Bengali definition [বোগ্‌না, বোউগ্‌না] (বিশেষ্য) বাঁকানো কাঁধযুক্ত ধাতু পাত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বক>}
  • Bengali Word বৌগনা Bengali definition ⇒ বোগনা
  • Bengali Word সিদ্ধাঙ্গনা Bengali definition [শিদ্‌ধাঙ্‌গনা] (বিশেষণ) ১ (স্ত্রীলিঙ্গ) সিদ্ধ রমণী; সফলমনোরথ নারী (কোন মেঘ শ্যাম শৈলে মুগ্ধ সিদ্ধাঙ্গনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) দেবতা, গন্ধর্ব প্রভৃতির মতো সিদ্ধ নামক জাতির স্ত্রীলোক। {(তৎসম বা সংস্কৃত) সিদ্ধ+অঙ্গনা}
  • Bengali Word মাগনা, মাঙনা, মাংনা Bengali definition [মাগ্‌না, মাঙ্‌না, মাংনা] (বিশেষণ) ১ বিনামূল্যে পাওয়া; ভিক্ষা দ্বারা প্রাপ্ত বা লব্ধ। □ (ক্রিয়াবিশেষণ) বিনা পয়সায়; বিনামূল্যে (গাড়ি ঘোড়া মাংনা দিয়ে যেতে হবে-মনোজ বসু)। মাগনা পাওয়া (ক্রিয়া) বিনমূল্যে প্রাপ্ত (মাগনা পেয়েছ কিনা)। {(তৎসম বা সংস্কৃত) √মার্গ> (প্রাকৃত) √মগ্‌গ> (বাংলা) √মাগ্‌+অন, মাগন+আ}
  • Bengali Word ভাগনা, ভাগনে Bengali definition ⇒ ভাগিনেয়
  • Bengali Word সুরাঙ্গনা, সুরাসুর Bengali definition ⇒ সুর
Closing this window will clear all results and return you back to the search section