- Bengali Word খয়রাত, খায়রাত Bengali definition [খয়্রাত্, খায়্রাত্] (বিশেষ্য) ১ ভিক্ষা (বাঙ্গালি লোককে মাস মাস খয়রাত দেয়নের উপযুক্ত অধ্যক্ষ নিযুক্ত করিলেন-রামরাম বসু)। ২ পুণ্যার্থে দান (করে না শ্রাদ্ধ দিনে কেহ খয়রাৎ-সতেন্দ্রনাথ দত্ত); আমার ধর্মের মূলমন্ত্র হচ্ছে তিনটি-সালাত, খায়রাত, জিহাদ-এআ)। ৩ বিতরণ (খয়রাতে বীর দিল বাড়ি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খয়রাতি, খয়রাতী বিশেষণ ১ দাতব্য (তিনি একদিন খয়রাতি হাসপাতালে শুয়ে শুয়ে-সৈয়দ মুজতবা আলী)। □ বিশেষ্য ১ দানের জিনিস। ২ ভিক্ষা। {আরবি খয়রাত}
Closing this window will clear all results and return you back to the search section