- Bengali Word খোয়া ১, খুয়া Bengali definition [খোয়া, খুয়া] (বিশেষ্য) ১ ক্ষয়; ব্যয়; নাশ। ২ হারানো। খোয়ানো, খুয়ানো (ক্রিয়া) হারিয়ে নষ্ট করা (জাত খোয়ানো)। খোয়নে (বিশেষণ) হারিয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে এমন। খোয়ানি (স্ত্রীলিঙ্গ)। খোয় যাওয়া (ক্রিয়া) ১ হারিয়ে নিখোঁজ হওয়া; অদৃশ্য হওয়া। ২ হানি হওয়া; নাশ হওয়া; ক্ষয় হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়>}
- Bengali Word খোয়া ২ Bengali definition [খোয়া] (বিশেষ্য) ইটের ভাঙা টুকরা (রাঙা রাঙা খোয়ার রাশি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়}
- Bengali Word খোয়া ৩ Bengali definition [খোয়া] গাঢ় শক্ত ক্ষীর (খোয়া ক্ষীর)। ৩ আখের ছিবড়া। খোয় ক্ষীর (বিশেষ্য) গাঢ় শক্ত শুষ্ক ক্ষীর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর}
- Bengali Word খোয়া ৪ Bengali definition [খোয়া] (বিশেষ্য) কুয়াশা (আকাশে স্থাপন কৈল শরতের খোয়া-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুয়াশা>কুয়া>খোয়া}
- Bengali Word খোয়াই Bengali definition [খোয়াই] (বিশেষ্য) পশ্চিম বঙ্গের নদীবিশেষ (মুড়ো তালগাছ খোয়াইয়ের পারে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {খোয়া+ই}
- Bengali Word খোয়াজ খিজির Bengali definition ⇒ খিজির
- Bengali Word খোয়াব, খোওয়াব, খ্বাব Bengali definition [খোয়াব্, খোওয়াব্, খাব্] (বিশেষ্য) স্বপ্ন; অলীক স্বপ্নবৎ বস্তু (গত নিশি খোওয়াবের খামখেয়ালীতে ... -(কাজী নজরুল ইসলাম); তুমিই জানিয়েছিলে প্রথমে ঝরোকা খুলে হৃদয়ের খ্বাব-আসি)। {(ফারসি) খরা}
- Bengali Word খোয়ার, খুয়ার Bengali definition [খোয়ার, খুয়ার] (বিশেষ্য) ১ অপমান; লাঞ্ছনা। ২ দুর্গতি; দুর্দশা। ৩ ক্ষতি; অনিষ্ট। ৪ কলঙ্ক; কুৎসা; নিন্দা। খোয়ারি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) খোয়ার-প্রাপ্ত; লাঞ্ছনা-প্রাপ্ত (শতেক খোয়ারি)। শতেকখোয়ারি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ভীষণভাবে লাঞ্ছিত বা অপমানিতা। ২ সর্বনাশকারিণী; সর্বনাশী। {(ফারসি) খরার}
- Bengali Word খোয়ারি ১ Bengali definition [খোয়ারি] (বিশেষ্য) ১ বিপদ। ২ অনিষ্ট; ক্ষতি (....না জানি নিদানে মোর কি হয় খোয়ারি-হেয়াত মাহমুদ)। {(আরবি) খুমার}
- Bengali Word খোয়ারি ২ Bengali definition ⇒ খোঁয়ারি
- Bengali Word খোঁয়ারি, খোয়ারি ১, খোঁয়াড়ি Bengali definition [খোঁয়ারি, খোয়ারি, খোঁয়াড়ি] (বিশেষ্য) ১ মদের নেশা কাটাবার পর অবসাদ। ২ অবসাদপ্রযুক্ত ঘোর বা আচ্ছন্নতা বা আবেশ (আপনাকে এই বিশ্বজোড়া বিলুপ্তির মধ্যে নামাইয়া দিবার জন্য দুর্দদমনীয় খোঁয়ারি আসিয়াছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। খোঁয়ার ভাঙা, খোঁয়াড়ি ভাঙা (ক্রিয়া) মদের নেশা কাটলে অবসাদ দূর করার জন্য পুনরায় অল্পমাত্রায় মদ খাওয়া (সে মদ খেয়েছে একবারই - তারপর থেকে এ অবধি সে শুধু তার খোঁয়ারিই ভাঙছে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) খারী}
- Bengali Word পাখোয়াজ Bengali definition [পাখোয়াজ্] (বিশেষ্য) ১ মৃদঙ্গ, ঢোল ইত্যাদির ন্যায় এক প্রকার বাদ্যযন্ত্র (তোমার পাখোয়াজ বন্ধ কর বাপু-রাজশেখর বসু (পরমু))। ২ ইঁচড়ে পাকা; অকালপক্ব (পাখোয়াজ ছেলে)। ৩ চালাক; চতুর। পাখোয়াজি (বিশেষণ) পাখোয়াজ যন্ত্র বাজায় এমন; পাখোয়াজ বাদক। {(ফারসি) পকাবাজ ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পক্ষবাদ}
- Bengali Word রাখোয়াল Bengali definition ⇒ রাখাল
Closing this window will clear all results and return you back to the search section